28 C
Dhaka
Friday, April 26, 2024

Ryzen 8000 সিরিজ সম্পর্কে যা যা জানা গেছে

- Advertisement -

Ryzen 7000 সিরিজ বা Zen5 লঞ্চ হওয়ার এক বছর ও পেরোয়নি, এর মধ্যেই শোনা যাচ্ছে Ryzen 8000 সিরিজ এর প্রসেসর সম্পর্কে নানান রকম তথ্য। আজকে কথা হবে Ryzen 8000 সিরিজ লাইনআপ সম্পর্কে এখন পর্যন্ত কি কি জানা গিয়েছে, AMD এর ফিউচার রোডম্যাপ কেমন ইত্যাদি বিষয় নিয়ে।

 

- Advertisement -

২০২৪ এ Zen5 আসার ব্যাপারে নিশ্চিত করেছে AMD

২০২২ এর শেষের দিকে লঞ্চ হয়েছিল Zen4 বা 7000 সিরিজ। মাঝে এক বছর বিরতি দিয়ে  ২০২৪ সালেই 8000 সিরিজ/Zen5 বাজারে আসবে বলে জানিয়েছে AMD। অবশ্যই যেরকম আশা করা হয়েছিল,  Ryzen 8000 সিরিজেও থাকছে AM5 সকেট । জানা যাচ্ছে যে ২০২২  সালে লঞ্চ হওয়া AM5 প্লাটফর্ম ২০২৬ সাল পর্যন্ত বাজারে থাকবে,অর্থাত এর মধ্যে যতগুলো জেনারেশন এর প্রসেসর AMD লঞ্চ করবে,প্রত্যেকটিই AM5 Based হবে।

  • ২০২৪ সালের শুরুর দিকে লঞ্চ হবে Ryzen 8000 সিরিজ যেটায় গ্রাফিক্স ইউনিট হিসেবে Navi 3 রিফ্রেশ বা NAVI3.5 আর্কিটেকচারের জিপিইউ থাকবে।
  • ৬ থেকে ১৬ কোরের প্রসেসর থাকবে। Moore’s Law is Dead এর মতে ৫০০০ সিরিজেও ১৬ এর বেশি কোর  ডেস্কটপ লাইনআপের কোনো প্রসেসরেই থাকবে না।
  • প্রসেসরগুলোর TDP থাকবে  ৬৫-১৭০ ওয়াট এর মধ্যে।
  • লাইনআপের প্রসেসরগুলোতে সর্বোচ্চ ৬৪ মেগাবাইট এর লেভেল ৩ ক্যাশ ও ১৬ মেগাবাইট পর্যন্ত লেভেল ২ ক্যাশ এর দেখা মিলবে।
  • Zen5 এর সিপিইউ কোর গুলোর কোডনেম নির্ধারণ করা হয়েছে Nirvana , ও CCD বা Core Complex die এর নাম দেওয়া হয়েছে Eldora.।
  • TSMC এর 3nm নোড ব্যবহ্বত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সম্পুর্ণ ফিউচার লাইনআপ প্রকাশিত হয়েছে

কোন সালে কোন টেকনোলজির কোন জেনারেশন লঞ্চ হবে তার রোডম্যাপ ও ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে।

- Advertisement -

এই রোডম্যাপ অনুসারে ২০২৪ সালে যে Zen5 লঞ্চ হবে, সেটার ৩টি ভ্যারিয়েন্ট থাকবে, Zen5, Zen5 with 3D V-cache ও Zen 5c। এই ৩টি ভ্যারিয়েন্ট বা সেগমেন্টের প্রসেসরই 4nm-3nm আর্কিটেকচারে প্রস্তুত হবে। এখানে এই পর্যায়ে Zen 5c বা 4c এর ব্যাপারে দুই লাইন কথা বলার প্রয়োজন মনে করছি, Intel এর E-core P-core এর ব্যাপারে তো আমরা সবাই ই জানি, কম পাওয়ার কনজিউম করা, রেগুলার ওয়ার্কলোড এর জন্য বানানো কম ক্লক স্পিড এর কোর গুলোকে বলা হয় E-Core, বেশি পাওয়ার কনজিউম করা হেভি কাজের জন্য হাই স্পিড কোর গুলোকে বলা হয় P-core, এই দুই কোরের সমন্বয় একই প্রসেসরের মধ্যে করে আসছে ইন্টেল, শেষ দুই জেনারেশন ধরে।

এরকম প্রসেসর লাইনআপ AMD এর ও নিয়ে আসার পরিকল্পনা রয়েছে, এটাকেই বলা হচ্ছে Zen Xc (Zen 4c, Zen 5c)।

Zen 5 এর প্রসেস কে Advanced Node বলছে AMD। Zen5 মোবাইল লাইনআপের কোড নেম হচ্ছে Strix Point, আর Granite Ridge হচ্ছে মেইন্সট্রিম ডেস্কটপ লাইনআপের নাম।

- Advertisement -

ডিজাইনে আসবে পরিবর্তনঃ

শোনা যাচ্ছে যে, zen 5 এর ডিজাইন হবে একেবারেই নতুন। সম্পুর্ণ আর্কিটেকচারটাই হবে আলাদা। এর জন্য IPC এর বৃদ্ধি হবে আরো বেশি।

উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্যে সবথেকে বড় পরিবর্তন হতে পারে ক্যাশ ডিজাইনে। প্রথম দিকে ৩২ মেগাবাইট ক্যাশ দুই ভাগে ভাগ করে প্রতিটি CCX এর জন্য বরাদ্দ করা হতো, এতে প্রতিটি CCX ১৬ মেগাবাইট করে ক্যাশ এক্সেস করতে পারতো।

Zen3 তে দুইটা CCX এর বদলে Single CCX দেওয়া হয়েছিল  ও সবগুলো কোর রিং কনফিগারেশন এ সম্পুর্ণ ক্যাশই এক্সেস করতে পারতো। Zen4 এও এরকম স্ট্রাকচারই দেখতে পাওয়া গিয়েছে।

তবে Zen5 এ Ladder Design নামের এক ধরনের ডিজাইনে ক্যাশ মেমোরি সাজানো থাকবে যার ফলে আগের আর্কিটেকচারের তুলনায় Latency অনেক বেশি কমে আসবে। লেভেল ২ ক্যাশের পরিমাণ ও বৃদ্ধি পাবে, ২ মেগাবাইট লেভেল ২ ক্যাশের জন্য IPC বাড়বে ৪% পর্যন্ত, ৩ মেগাবাইট এর জন্য ৭% পর্যন্ত।

Mobile APU এর একগাদা leaks feat. Strix Point, Strix Halo, Hawk Point , Strix Point Halo,Fire Range’

*নিচের সবগুলো leaks ই Moore’s Law is Dead এর মাধ্যমে এসেছে*

ডেস্কটপ লাইনআপ নিয়ে তথ্য খুব বেশি না থাকলেও Mobile APU লাইনআপ নিয়ে খবরের যেন ছড়াছড়ি। এবং বেশিরভাগই আশাব্যঞ্জক। বিশেষ করে GPU সেকশনে NVIDIA Geforce RTX 4070 Mobile লেভেলের পারফর্মেন্স পাওয়া যেতে পারে AMD এর iGPU থেকে। যাই হোক, আমরা প্রথমে লাইনআপ গুলোর নাম ও ব্যাখা জেনে নি, তারপর আমরা হাইলাইটস,ফিচারস এর দিকে যাব।

২০২৪ সালে সবার আগে আসবে Hawk Point ,পরবর্তীতে আরো আসবে Strix Point and Fire Range.

AMD Hawk Point APUs

এটা মুলত Phoenix প্রসেসর, অর্থাৎ Zen 4 এর ই রিফ্রেশ লাইনআপ হবে। লঞ্চ হবে সবার আগে, ২০২৪ সালের শুরুতে। iGPU হিসেবে থাকবে RDNA 3.5 বা RDNA 3 Refresh।বর্তমানে যে Phoenix Chip গুলো আছে সেগুলোরই 4nm এর রিফ্রেশ ভার্সন হবে।

Hawk Point এর উল্লেখযোগ্য ফিচারসঃ

  • 4nm Zen4 Refresh Monolithic Design
  • সর্বোচ্চ আটটা কোর।
  • সর্বোচ্চ ১২টা Computing Units যুক্ত RDNA 3.5 GPU
  • XDNA Engine
  • ২৪ এর প্রথম কোয়ার্টারে লঞ্চ

AMD Fire Range APUs:

DRAGON RANGE বা zen4 এর 7045 সিরিজের APU গুলো কে রিপ্লেস করবে Fire Range।

  • এগুলো মুলত হবে 8X45 সিরিজ।
  • আগের জেনারেশনের মতই ১৬টি কোর থাকবে। অর্থাৎ কোর সংখ্যাতে কোনো আপগ্রেড হবে না।
  • তবে Zen 5 এর 5nm আর্কিটেকচারে বিল্ড হবে প্রসেসর গুলো।
  • 5nm Zen5 Monolithic design.
  • নতুন জেনারেশন ও নতুন আর্কিটেকচার এর জন্য একই কোর থ্রেড কাউন্টেও উল্লেখযোগ্য হারে পারফর্মেন্স বুস্ট ও এফিশিয়েন্সি পাওয়া যাবে।
  • RDNA 3+ GPU ইউজ করা হবে এই প্রসেসরগুলোতে।
  • লঞ্চ হবে ২০২৪ এর দ্বিতীয় ভাগে।

AMD Strix Point APUs:

Strix Point CPU গুলো দুই রকমের আর্কিটেকচার বা ডিজাইনে আসবে, একটি Chiplet, আরেকটি হচ্ছে Monolithic। প্রত্যেক ভ্যারিয়েন্টই অবশ্য 4nm Zen5 node এর সাথে RDNA 3.5 GPU ফিচার করবে।

Monolithic highlights:

  • প্রথমবারের মত APU Segment এ কোর কাউন্ট বাড়ানো হতে পারে। hybrid architecture এর প্রয়োগ দেখতে পাবো আমরা । সর্বোচ্চ ১২টি কোর থাকতে পারে।
  • সেক্ষেত্রে কোর কাউন্ট গুলো এমন হবে 4 Zen5+ 8 Zen5C (small), থাকবে ২৪টি থ্রেড।
  • অর্থাৎ AMD এর হাইব্রিড আর্কিটেকচারে E core বা এফিশিয়েন্সি কোর বা লিটল কোরগুলোকে Zen x(C) দিয়ে Denote করা হচ্ছে।
  • ২৪ মেগাবাইট এর লেভেল থ্রি ক্যাশ থাকবে।
  • Phoenix APU থেকে ৫০ ওয়াট পাওয়ারে ৩৫% পর্যন্ত ফাস্ট পারফর্মেন্স পাওয়া যাবে Dragon Range এ।
  • 8 টি WGP বা Workgroup Processor এ  তে ১৬টি RDNA 3.5 CU থাকবে।
  • 128-bit LPDDR5X
  • 3050 Max-Q GPU এর সমান পারফর্মেন্স।
  • XDNA Engine Integrated
  • 20 TOPS AI Engine
  • দ্বিতীয় অথবা তৃতীয় কোয়ার্টারে লঞ্চ হবে।

AMD Strix Point Chiplet

  • সর্বোচ্চ ১৬টি কোর ও ৩২টি থ্রেড থাকবে।
  • এই প্রসেসরগুলোও হাইব্রিড আর্কিটেকচারে প্রস্তুত করা হবে।
  • ৯০ওয়াট পাওয়ারে Dragon Range APU গুলো থেকে ২৫% ফাস্ট পারফর্মেন্স পাওয়া যাবে।
  • ১২,৮,৬ কোরের ভ্যারিয়েন্ট থাকবে ৬৪ মেগাবাইট ক্যাশ সহ।
  • ২০টি WGP তে ৪০টি CU ফিচার করবে এই APU এর জিপিইউ সেকশন।
  • ৩২ মেগাবাইট এর ইনফিনিটি ক্যাশ এর পাশাপাশি 256-bit LPDDR5X মেমোরি কন্ট্রোলার উপস্থিত থাকবে।
  • RTX 4060-4070 Max-Q এর মত পারফর্মেন্স পাওয়া যেতে পারে।
  • ১২০ ওয়াট এর পিক টিডিপি থাকবে এই প্রসেসরগুলোতে।
  • ২০২৪ সালের দ্বিতীয় হাফে লঞ্চ হবে।

এবার এক নজরে 8000 সিরিজ এর সবগুলো লাইনআপ এর লিস্ট দেখে নেওয়া যাক।

  1. মেইনস্ট্রিম ডেস্কটপ লাইনআপ -8000 Zen 5 Granite Ridge
  2. মেইনস্ট্রিম ল্যাপটপ লাইনআপ- Ryzen 8000 Strix Point (Mono and Halo) 8000 Zen 5
  3. Enthusiast গ্রেড ল্যাপটপ- AMD Ryzen 8000 Fire Range Zen 5
  4. লো পাওয়ার ল্যাপটপ লাইন আপ- AMD Ryzen 8000 Escher
  5.  থিন এন্ড লাইট ল্যাপটপ- AMD Ryzen Hawk Point 8000 Zen4 refresh

 

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here