ASUS ঘোষণা করলো তাদের Z390 মাদারবোর্ড লাইনআপ

ASUS এর ওয়েবসাইটে একটি FAQ পোস্টে তাদের আসন্ন Z390 চিপসেট বিশিষ্ট মাদারবোর্ড লাইনআপের ঘোষণা আনুষ্ঠানিকভাবেই সম্পন্ন করেছে। ইন্টেলের ৯ম প্রজন্মের প্রসেসর কফিলেক-এস উন্মোচনের রেশ কাটতে না কাটতেই চিরচায়িত ঐতিহ্য ও প্রথা অনুযায়ী নতুন প্রজন্মের প্রসেসরের সাথে সাথে আমরা হাতে কলমে দেখা পাই নতুন চিপসেটের, যা কিনা বর্তমান Z370 চিপসেটের উত্তরসূরী হিসেবে অধিষ্ঠিত হতে যাচ্ছে। তবে ইনিশিয়াল দাম কেমন হবে তা নিয়ে কিছুটা কনফিউশন থাকলেও বিভিন্ন সোর্স থেকে জানা গিয়েছে দাম আগের জেনারেশনের Z370 মাদারবোর্ডের দামের আশে পাশেই থাকবে। তবে আসুস এটাও বলেছে তারা Z370 মাদারবোর্ডের জন্য সাপোর্ট দিয়ে যাবে। এই নতুন মাদারবোর্ডের অনেক স্পেশাল ফিচার হচ্ছে এর মধ্যে বিল্ট ইন ডেডিকেটেড গিগাবিট ওয়াই ফাই ও ব্লুটুথ থাকবে। এছাড়াও থাকবে না কোন ইউএসবি ২.০ এবং ইউএসবি ৩.১ পোর্ট থাকবে মিনিমাম ৪ টি যেখানে প্রিমিয়াম বোর্ড ছাড়া দুটির বেশি দেখা যেত না।

Supported_Motherboard_List_Z390
The List of Supported Motherboards that made ASUS’ Z390 lineup official.

ASUS এর ওয়েবসাইটে উপরোক্ত FAQটিতে 300 সিরিজের মাদারবোর্ডগুলোর বায়োসে আটটি ভিন্ন ভিন্ন User প্রোফাইল সেভ করার অপশন সংযোজন করার ঘোষণার পাশাপাশি এই ফিচারটি যে সকল মাদারবোর্ডে সমর্থিত সেই তালিকার নামগুলো দিকে তাকালে আমরা এই নতুন চিপসেট বিশিষ্ট ASUS এর নিজস্ব ব্রান্ডিং সম্বলিত DRAGON, MAXIMUS XI, PRIME, STRIX, এবং TUF সিরিজের মাদারবোর্ডগুলোর নাম দেখতে পাই। ব্রান্ডিং অনুযায়ী এই তালিকা থেকে আসন্ন মাদারবোর্ডের লাইনআপ দেখে নিন।

          Z390 DRAGON সিরিজ

  • Z390-DRAGON

          ROG MAXIMUS XI সিরিজ

  • ROG MAXIMUS XI APEX
  • ROG MAXIMUS XI CODE
  • ROG MAXIMUS XI EXTREME
  • ROG MAXIMUS XI FORMULA
  • ROG MAXIMUS XI HERO
  • ROG MAXIMUS XI HERO (WI-FI)

        PRIME সিরিজ

  • PRIME Z390-A
  • PRIME Z390M-PLUS
  • PRIME Z390-P

       ROG STRIX সিরিজ

  • ROG STRIX Z390-E GAMING
  • ROG STRIX Z390-F GAMING
  • ROG STRIX Z390-H GAMING
  • ROG STRIX Z390-I GAMING

      TUF সিরিজ

  • TUF Z390M-PRO GAMING
  • TUF Z390M-PRO GAMING (WI-FI)
  • TUF Z390-PLUS GAMING
  • TUF Z390-PLUS GAMING (WI-FI)
  • TUF Z390-PRO GAMING

asus Z390 Motherboards

কৃতজ্ঞতা জানাচ্ছি VideoCardz ওয়েবসাইটটিকে, সর্বপ্রথম যার মাধ্যমে এই ঘোষণাটি আমাদের দৃষ্টিগোচর হয়। আর সময় পেলে পড়ে আসতে পারেন বুলগেরিয়ান হ্যাকার VOKSI এর বিরুদ্ধে DENUVO সফটওয়্যার সলিউশন কোম্পানির মামলা সম্পর্কে। আর্টিকেলটি পড়ার জন্য এখানে ক্লিক করুন

Intel Z390 Chipset Block Diagram
Intel Z390 Chipset Block Diagram

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here