30 C
Dhaka
Wednesday, March 27, 2024

অক্টোবরেই বাজারে ZEN 3 : Latest leaks and rumors

- Advertisement -

আমরা সকলেই জানি যে AMD এর নতুন জেনারেশন এর প্রসেসর যেটা Zen 3 নামেও পরিচিত , অক্টোবরের ৮ তারিখ এনাউন্স হতে যাচ্ছে।। এরই মধ্যে লঞ্চ ডেট সহ আরো বেশ কিছু গুরুত্বপুর্ণ তথ্য বের হয়ে এসেছে বিভিন্ন লিকের মাধ্যমে।

4000 সিরিজ নয়, বরং লঞ্চ হবে 5000 লাইনআপ?

আমরা অনেকদিন যাবত ভেবে এসেছিলাম এবং জানতাম যে Launch হবে 4000 লাইনআপ।। কিন্ত সম্প্রতি বেশ কিছু লিক থেকে জানা গিয়েছে যে AMD 4000 সিরিজে এই প্রসেসরগুলো আনবে না, আমরা জানি ইতিমধ্যেই AMD 4000 সিরিজ হিসেবে তাদের APU লঞ্চ করেছে যেগুলোকে আমরা G সিরিজ হিসেবেও জানি।।সম্প্রতি বেশ কিছু লিক এ দেখা গিয়েছে Ryzen 7 5800x, Ryzen 9 5900x । এখান থেকে স্পষ্ট যে Zen 3 আসতে যাচ্ছে 5xxx হিসেবে।

- Advertisement -

এই মাসেই লঞ্চ?

একটি তথ্য জানা গিয়েছে যেটি সত্য হলে বরং এই মাসেই আমরা বাজারে পেয়ে যেতে পারি Zen 3 কে।। অক্টোবরের ৮ তারিখে এনাউন্সমেন্টে Reveal হবে সব, এটি পুরনো খবর, কিন্ত, Yuri Bubliy ,যিনি Ryzen এর ClockTuner এর ডেভেলপার/নির্মাতা , তার একটি টূইট থেকে জানা যাচ্ছে যে Zen 3 (Vermeer নামেও পরিচিত) এর Ryzen 7 5800x অথবা Ryzen 9 5900x প্রসেসর ২০ অক্টোবর লঞ্চ হতে পারে। তার টুইটে Navi 2 নভেম্বরের ১৫-২০ তারিখের মধ্যে লঞ্চ হবে এটিও উল্লেখ করা রয়েছে।

আরো দুটি ভ্যারিয়েন্ট ,মিড রেঞ্জের জন্য Ryzen 5 5600x এবং ফ্লাগশিপ প্রসেসর Ryzen 9 5950x পরবর্তীতে লঞ্চ হবে।উল্লেখ্য যে ,computerbase ও অক্টোবরের ২০ এবং ২৭ তারিখে Zen 3 এর প্রসেসর লঞ্চের ব্যাপারে জানিয়েছে।

- Advertisement -

স্পেসিফিকেশনঃ

এখন পর্যন্ত মোটামুটি আমরা চারটি প্রসেসরের কেবল cores/threads সংখ্যাই জানতে পেরেছি। Ryzen 9 3950x হচ্ছে এই লাইনআপের সবথেকে higher variant যার কোর থ্রেড হচ্ছে যথাক্রমে ১৬ ও ৩২। এবং মিডরেঞ্জের প্রসেসর Ryzen 5 5600x এর কোর ও থ্রেড সংখ্যা হচ্ছে 6 ও 12।  বাকি দুটি প্রসেসর Ryzen 7 5800x এবং Ryzen 9 5900x এর কোর ও থ্রেড সংখ্যা যথাক্রমে 8-16 এবং 12-24 । এখান থেকে আমরা বুঝতে পারছি যে প্রতিটি প্রসেসরই এবার SMT সমর্থিত।

ব্যবহার করা হয়েছে TSMC এর  7nm Enhanced process node যা কম power consumption এর সাথে আরো বেশি পারফর্মেন্স অফার করবে ।  এবং আরো উল্লেখযোগ্য কিছু পরিবর্তন আসবে যেমন Cache Memory এর পরিমাণে বেশ উন্নতি দেখতে পাওয়া যাবে।

CPU Name Cores/Threads Base Clock Boost Clock Cache (L2+L3)
AMD Ryzen 9 5950X 16/32 TBA TBA 72 MB
AMD Ryzen 9 5900X 12/24 TBA TBA 70 MB
AMD Ryzen 7 5800X 8/16 TBA TBA 36 MB
AMD Ryzen 5 5600X 6/12 TBA TBA 35 MB

কেমন পারফর্মেন্স আশা করতে পারি?

রিলিজের পরে বিভিন্ন রিভিউ থেকেই মুলত আমরা প্রকৃতপক্ষে প্রসেসরগুলো কতটা শক্তিশালী তা জানতে পারবো।তার আগ পর্যন্ত যা যা আমরা বিভিন্ন leak এর মাধ্যমে জানতে পারবো সবগুলোই pinch of salt হিসেবেই নিতে হবে। এখানে উল্লেখযোগ্য কয়েকটি leaks নিয়ে সংক্ষেপে আলোচনা করা হলোঃ

- Advertisement -

AotS Benchmarks:Feat Ryzen 7 5800x

Leakstar  @TUM_APISAK Ashes of the Singularity বেঞ্চমার্কে Ryzen 7 5800x কে খুজে পেয়েছেন। এটি একটি ৮/১৬ কোর থ্রেডের প্রসেসর আমরা জানি। এই লিক থেকে আরো বেশি স্পষ্ট হয় যে AMD তাদের Vermeer  প্রসেসরগুলোকে 5xxx লাইনআপে নিয়ে আসবে, 4xxx এ নয়। এই বেঞ্চমার্ক থেকে কোনো প্রকার স্পেসিফিকেশন জানা যায়নি বা প্রসেসরটি কত clock speed এ চলছে তাও জানা যায়নি। বেঞ্চমার্কটির স্ক্রিনশটে বিভিন্ন রেজুলুশন ও ম্যাক্সিমাম সেটিংস এ ফ্রেমরেটের তালিকা দেখতে পাওয়া যাচ্ছে (Crazy settings ,upto 4k) । Core i9 10900k এর সাথে মুখোমুখি তুলনার স্ক্রিনশট ও পাওয়া গেছে এবং সেখান থেকে CPU FPS এ দেখা যাচ্ছে যে বেশ বড় ব্যবধানেই এগিয়ে আছে AMD এর এই নতুন প্রসেসর।

একই সাথে Ryzen 7 3800x এর সাথে তুলনা করলেও দেখা যাচ্ছে ব্যবধানটা অনেক বড়। (88.6fps vs 142.4fps)

Ryzen 7 5800x Benchmark scores AotS
r7 3800x
Crazy 4K Batch Ryzen 7 5800X Ryzen 7 3800X Core i9-10900K
Normal 167fps 125fps 136fps
Medium 135fps 111fps 119fps
Heavy 110fps 87fps 96fps

CPU-Z বেঞ্চমার্কঃ

একটি CPU-Z স্ক্রিনশট লিক হয়েছে যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি একটি অজানা প্রসেসরের সাথে Ryzen 7 3700x এর তুলনা করা হচ্ছে।। এখানে 24 থ্রেড থেকে ধারণা করা যেতে পারে যে এটি একটি Ryzen 9 5900x । Single Core এ 652 এবং multi core এ 9481 স্কোর দেখা যাচ্ছে।যেটি 3700x এর তুলনায় যথাক্রমে 28 ও 75% বেশি 3700x থেকে। (@9550pro)

tags: 2020 bangla review,pc builder bangladesh,Ryzen,amd,AMD Ryzen 5000 series,Ryzen vermeer,Vermeer,Zen 3,AMD Zen 3 processors,Zen 3 launch,Zen 3 leaks,Zen 3 specs,Zen 3 launch date,ryzen 5 5600x,ryzen 7 5800x,ryzen 9 5900x,ryzen 9 5950x,ryzen 9 5900x, launch,ryzen 7 5800x launch,zen 3 benchmark,ryzen 7 5800x benchmarks,ryzen 7 5800x leaks

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here