24 C
Dhaka
Wednesday, May 8, 2024

3060 Ti: 400 ডলারে 2080 Super থেকে বেটার?

- Advertisement -

প্রথম দফায় ৩টি জিপিইউ লঞ্চ করার পর থেকে নিয়মিত বিরতিতেই RTX 30 সিরিজের লো এন্ড কার্ডগুলোর সম্পর্কে বিভিন্ন তথ্য,ছবি বের হয়ে এসেছে বিভিন্ন সময়ে। এরই ধারাবাহিকতায় এবার এবার এনভিডিয়ার অফিশিয়াল বেঞ্চমার্ক গ্রাফ লিক হয়েছে RTX 3060 Ti এর। এবং সেটি যথেষ্ট চমকপ্রদ।

বেঞ্চমার্ক থেকে দেখা যাচ্ছে ৩টি গ্রাফিক্স কার্ডের মধ্যে Comparison করা হয়েছে। গ্রাফটি ঠিক সেরকম গ্রাফ যা আমরা Nvidia এর অফিশিয়াল সাইট,মিডিয়া এবং লঞ্চ ইভেন্টে দেখে থাকি। লিকড ইমেজ হওয়ায় ছবিটির রেজুলেশন সেরকম ভালো নয় কিন্ত ডাটা মোটামুটি স্পষ্ট।বেঞ্চমার্কগুলো  1440p রেজুলুশনে করা হয়েছে এবং প্রসেসর হিসেবে Core i9 10900k ব্যবহার করা হয়েছে।  RTX3060 Ti এর সাথে আগের জেনারেশন এর অর্থাৎ Turing আর্কিটেকচারের RTX 2080 Super এবং 2060 কে দেখা যাচ্ছে। 2060 কে বেস ধরে শতকরা হিসেবে করা এই গ্রাফটিতে Gears 5 এবং Watch Dogs Legion টাইটেলটিতে RTX 2080 এর সমান পারফর্ম করছে RTX 3060 Ti ।

- Advertisement -

এর মাধ্যমে এই কার্ডটির অস্তিত্ব নিশ্চিত হয়ে গেলো এক প্রকার এবং বোঝা যাচ্ছে লঞ্চ ও আসন্ন।

Horizon Zero Dawn , Doom Eternal  এবং Red Dead Redemption 2 তেও দেখা যাচ্ছে 2080 Super থেকে এগিয়ে রয়েছে 3060Ti । প্রতি ক্ষেত্রেই RTX 2060 এর 100% এর বিপরীতে 3060 Ti এবং 2080 Super এর স্কোর ছিল ১৩০-১৪০% এর মধ্যে এবং সামান্য ব্যবধানে এগিয়ে ছিল RTX 3060 Ti । Control এবং Minecraft এ দেখা যাচ্ছে RTX 3060 Ti 2080 Super কে বেশ বড় ব্যবধানেই পিছনে ফেলছে।

- Advertisement -

বেঞ্চমার্কটি ৩টি ভাগে বিভক্ত, প্রথম ৪টি টাইটেল Rasterizing ,মাঝের ৪টি Ray tracing এবং শেষের গুলো rendering । Ray Tracing এও দেখা যাচ্ছে 3060 Ti ই এগিয়ে রয়েছে।

স্পেকস,দাম,লঞ্চডেটঃ

RTX 3060 Ti এ থাকছে 8 GB GDDR6 মেমোরি যার স্পিড 14Gbps। সম্ভবত কার্ডটি মাত্র ৪০০ ডলারে লঞ্চ হবে ।সেক্ষেত্রে হয়তো ৪৫-৫০ হাজারের আশেপাশে আমরা আমাদের দেশে পাব।  ৪০০ ডলারে লঞ্চ হয়ে যদি বেঞ্চমার্ক অনুসারে তা সত্যিই 2080 Super এর সমান বা ভালো পারফর্ম করে সেক্ষেত্রে গেমারদের জন্য কার্ডটি অনেক ভালো একটি ডিল হতে যাচ্ছে।

- Advertisement -

এখনো কার্ডটির অফিশিয়াল স্পেসিফিকেশন জানা যায়নি তবে এনভিডিয়া অবশ্য কনফার্ম করেছে যে কার্ডটি ডিসেম্বরের ২ তারিখে লঞ্চ হতে যাচ্ছে।

ইতিমধ্যে আমরা মিডিয়াতে Asus এর TUF মডেলের 3060 Ti এর ছবি বক্সের ছবি দেখতে পেয়েছি এবং সেখান থেকে ডিজাইন সম্পর্কেও আইডিয়া পাওয়া যাচ্ছে। ৩টি ফ্যান এর সাথে আসবে কার্ডটি।

pictures:PCMR and Videocardz

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here