30 C
Dhaka
Wednesday, March 27, 2024

PUBG এর নতুন আপডেট নিয়ে যা জানা দরকার

- Advertisement -

বিশ্বের অন্যতম জনপ্রিয় ব্যাটল রয়্যাল গেমস হলো PUBG বা প্লেয়ার আননোউন ব্যাটলগ্রাউন্ড। আর গত সপ্তাহে গেমটির পিসি সংষ্করণটির #23 আপডেটটি কোম্পানির টেস্ট সার্ভারে ছাড়া হয়েছিলো। এবার বর্তমানে গেমটির #২৩ আপডেটটি লাইভ সার্ভারে মানে আপনাদের জন্য ছাড়া হয়েছে। নতুন আপডেটে মূলত বেশির ভাগই রাখা হয়েছে UI এর improvement । তবে চলুন দেখে নেই PUBG পিসি সংষ্করণের #২৩ আপডেটে কি কি পরিবর্তন এবং নতুন কি কি আনা হয়েছে:

১) স্ক্রিন এবং ক্রেইট ক্যাটাগরিতে Store UI এর ইমপ্রুভ করা হয়েছে
২) Wheel Menu এবং Reticle Changing ক্ষেত্রে আপগ্রেড আনা হয়েছে
৩) গেমপ্লে ক্যাটাগরিতে hit animation ইফেক্ট আনা হয়েছে।
৪) প্রতিটি গেম প্লে সিচুয়েশনে on-screen কী গাইড যুক্ত করা হয়েছে।

- Advertisement -

এই ইনফরমেশনগুলো মিনিম্যাপের উপরে থাকবে।

ডিফল্টভাবে এখন থেকে এগুলো “on” করা থাকবে। তবে চাইলে আপনি Settigns > Gameplay অপশন থেকে এটাকে “off” করে নিতে পারবেন।

- Advertisement -

৫) PUBG তে এবার বিশেষ পন্থায় সাঁতার কাটার সময় গুলি করার বাগকে ফিক্সড করা হয়েছে।
৬) নতুন অস্ত্র “Skorpion” যুক্ত করা হয়েছে।

Skorpion হচ্ছে একটি full-auto পিস্তল যা সকল ম্যাপেই পাওয়া যাবে। অস্ত্রটি গুলি হিসেবে 9mm ammo কে ব্যবহার করে। ২০টি গুলি ধারণ ক্ষমতা রয়েছে এটার তবে Extended Magazine দিয়ে ৪০টি পর্যন্ত গুলি ধরতে পারবে।

- Advertisement -

৭) PUBG লবি প্যাচ নোটস:

লবিতে প্যাচ নোটস যুক্ত করা হয়েছে, যেটা মেইন মেন্যুর উপরের patch notes আইকনে ক্লিক করে দেখা যাবে। তবে নোটসের ভিডিওগুলো আলাদা ব্রাউজারে লোড নেবে।

৮) P18C অস্ত্রের রিকয়েল কমানো হয়েছে

৯) ম্যাপের আবহাওয়া এবং প্রকারভেদের কারণে Blue Zone এর নীল রংয়কে আরো টান্সপারেন্ট করা হয়েছে যাতে এর ভিতর দিয়ে আরো পরিস্কার ভাবে দেখা যায়।

Erangel
miramar
sanhok

১০) red dot sight, holographic sight এবং 2x / 3x scopes এর page up / page down সিলেক্টশন এখন loop মোডে পরিবর্তিত করা হয়েছে। একটি বাটন চেপেই অপশনগুলোকে cycle করানো যাবে এখন থেকে

১১) হুইল মেন্যুর কনট্রোলকে আরো সহজ করা হয়েছে যাতে প্লেয়াাররা সহজেই আইটেমগুলোকে সিলেক্ট করতে পারে

১২) থার্ড পারসন মোডে খেলার সময় প্লেয়ার গুলিবিদ্ধ হলে এখন নিজেই গুলিবিদ্ধ হবার এনিমেশনটি দেখতে পারবেন। আগে শুধুমাত্র যে গুলি করছে সে দেখতে পেতো

১৩) গুলিবিদ্ধ হবার এনিমেশনটি গেমের কোনো প্রকার গেমপ্লেতে প্রভাব ফেলবে না

১৪) observer view এবং killer spectating ভিউতে প্লেয়ারের নাম এখন উপরের বাম সাইডের কর্নারে থাকবে

১৫) পরিসংখ্যান রেশিও ডিসপ্লেতে ডেসিম্যালের স্থানে এখন শতাংশ ব্যবহার করা হবে। যেমন 0.6 headshot raito এর স্থানে এখন থেকে 60% headshot ratio ফরম্যাটটি ব্যবহার করা হবে।

১৬) পাবলিক ভয়েস চ্যাট (All) প্রতিটি গেম শুরু হবার ১ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে। তবে টিম ভয়েস চ্যাটিং আগের মতোই থাকবে।

১৭) গেমপ্লে পারফরমেন্স ইমপ্রুভ করার জন্য কয়েকটি বিষয় Twiking করা হয়েছে। যেমন কোনো ম্যাপের Rainy আবহাওয়া particles কে অপটিাইজ করা হয়েছে, প্লেয়ার ক্যারেক্টার পজিশনে সার্ভারে কত ক্ষন পর পর synchronize করা হয় সেটা আপগ্রেড করা হয়েছে ইত্যাদি।

১৮) টিমমেটদেরকে অবজার্ভ করলে এখন Survival XP পাওয়া যাবে। তবে বেঁচে থাকার সময়ের থেকে ৫০% কম এক্সপেরিয়েন্স পাবেন এই পদ্ধতিতে।

১৯) ইভেন্ট মোড গেমসকে প্লেয়ারকে রির্পোট দেবার ব্যবস্থা যুক্ত করা হয়েছে।

২০) কোনো টিমমেট যদি আপনাকে খুন করে তাহলে team killing অপশনটি এবার আপনি প্লেয়ার রিপোর্টিং উইন্ডোতে পাবেন

২১) প্রতি মাসে একবার একটি প্লেয়ারকে আপনি রির্পোট দিতে পারবেন

২২) War Mode : Conquest নামের নতুন একটি গেম মোড যুক্ত করা হয়েছে। একটি এরিয়াতে অবজেক্টটিভ হোল্ড করা দিয়ে ৫০ বনাম ৫০ জন প্লেয়ারের গেমপ্লে এখানে রয়েছে। অবজেক্ট যতক্ষণ বেশি হোল্ড করতে পারবে একটি টিম তত বেশি স্কোর অর্জন করতে পারবে, সময় শেষে বেশি স্কোরযুক্ত টিম জয়ী হবে।

২৩) কাস্টম গেমে বন্ধুদের ইনভাইট করার অপশনটি যুক্ত করা হয়েছে।

২৪) কাস্টম গেমে ডেমেজ রেশিও (০ থেকে ৫০০%) এডজাস্ট করার ফিচার আনা হয়েছে

২৫) Esports Mode এর কিছু ইস্যুকে ফিক্সড করা হয়েছে

২৬) ট্রেইনিং মোড ম্যাপ Camp Jackal কে এখন War Mode ম্যাচে খেলা যাবে

২৭) এগুলো ছাড়া অনেকগুলো বাগকে ফিক্সড করা হয়েছে এই আপডেটে।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here