38 C
Dhaka
Friday, April 26, 2024

ZEN 4C দিয়ে Big Core-Small Core এর খেলায় নাম লেখালো AMD ও

- Advertisement -

গত কয়েক বছরে স্মার্টফোন এর পাশাপাশি মেইনস্ট্রিম পিসি ইন্ডাস্ট্রিতেও জনপ্রিয় হয়ে উঠেছে হাইব্রিড আর্কিটেকচার বা স্মল কোর-বিগ কোর প্রযুক্তির ব্যবহার। ইন্টেল,Apple সহ বেশ কিছু ব্রান্ড বিভিন্ন প্লাটফর্মে এই প্রযুক্তি ব্যবহার করে প্রসেসর লঞ্চ করেছে।  Phoenix2 Codename এর ZEN 4C চিপ সম্বলিত Ryzen 7×40 সিরিজের প্রসেসর লঞ্চের মাধ্যমে P-Core/E-Core বা Big Core-little core এর যুগে প্রবেশ করলো AMD ও।

 

- Advertisement -

AMD Launch করেছে তাদের Phoenix2 চিপএর প্রসেসর। প্রসেসরগুলো লঞ্চ করা হয়েছে Ryzen 7X40 সিরিজের অধীনে। এই সিরিজে অবশেষে আত্মপ্রকাশ করেছে Zen 4C Die। এটা AMD এর নিজস্ব হেটারোজেনাস আর্কিটেকচারের প্রথম প্রসেসর লাইনআপ। এই লাইনআপের বাকি প্রসেসরগুলো Phoenix বা Phoenix1 কোডনেমের আওতাধীন যা এই বছরের মে মাসে লঞ্চ হয়েছিল। এই লাইনআপে ৩টি ল্যাপটপ প্রসেসরের পাশাপাশি আরো ছিল Console industry এর জন্য Z1 Extreme।

এবার 7×40 সিরিজে যুক্ত হলো Zen 4C আর্কিটেকচারের দুটি প্রসেসর যা Phoenix2 চিপ ফিচার করছে।

- Advertisement -

এক নজরে Phoenix2 বা ZEN4C ভিত্তিক হাইব্রিড আর্কিটেকচারের অন্যান্য বৈশিষ্ট্যসমুহ-

  • লাইনআপে আপাতত রয়েছে Ryzen 5 7545U ও Ryzen 3 7440U ,দুটি মডেলের ল্যাপটপ প্রসেসর ও AMD Z1 প্রসেসর। অর্থাৎ একটি রাইজেন ৫ ও একটি রাইজেন ৩ প্রসেসর রয়েছে এই লাইনআপে।
  • প্রত্যেকটিই 4NM process node ব্যবহার করেছে।
  • NON-C বা সাধারণ 7000 সিরিজ বা zen4 এর থেকে এগুলোর die সাইজ অনেক কম, অর্থাৎ ট্রাঞ্জিস্টর ডেনসিটি (transistor density ) বেশি। অর্থাৎ একই
  • ZEN4 এর মত একই instruction set ও IPC সাপোর্ট করে ZEN 4C।
  • Zen4 এর মত Hyperthreading/multi threading সাপোর্ট রয়েছে। অর্থাৎ p core বা small core এর সাথেও দুটি করে থ্রেড থাকবে।
  • এই হাইব্রিড আর্কিটেকচারের কোর গুলোর enabling,disabling এর জন্য আলাদা কোনো os scheduling এর প্রয়োজন হবে না ,গেমিং ও সিস্টেম,এপ্লিকেশন সফটওয়্যার এর কোর ইউটিলাইজেশন এর শিডিউলিং এর জন্য ও কোনো ধরনের আলাদা সফটওয়্যার এর প্রয়োজন হবে না।

  • Phoenix2 তে অবশ্য AI Acceleration এর জন্য XDNA CORE সাপোর্ট নেই।
  • Phoenix2 এ সর্বোচ্চ ২টি ZEN4 ও ৪টি ZEN 4C কোর রয়েছে।
  • কোর সাইজ ZEN 4 থেকে ৩৫% কম।
  • যদিও এজন্য বেশ কিছুটা ক্লক স্পিড ও পারফর্মেন্স কম পাওয়া যাবে এই প্রসেসরগুলো থেকে।
  • কম টিডিপিতে এই প্রসেসরগুলো ZEN4 এর মতই ipc গেইন দেবে বেটার পাওয়ার এফিশিয়েন্সির সাথে।
  • জিপিইউ সেকশনে বেশ downgrade রয়েছে এখানে, ৪টি RDNA3 ইউনিট সম্বলিত Radeon 740M GPU থাকবে এগুলোতে।MAX GPU Clock 2.5 Ghz ও Max CPU clock 4.9 Ghz।
  • Ryzen 3 7440U তে রয়েছে একটি ZEN4 ও ৩টি ZEN 4C কোর ও মোট ৮টি থ্রেড। Ryzen 5 7545U তে রয়েছে দুটি বিগ কোর বা ZEN4 কোর এর সাথে চারটি ZEN 4C কোর ও ১২টি থ্রেড।
  • Phoenix1/Phoenix বা Big Phoenix এর মতই ৯-৩০ ওয়াট পাওয়ারে চলবে এই প্রসেসর গুলো ও একই পরিমাণ DDR5 র‍্যাম সাপোর্ট করবে।

other articles

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here