38 C
Dhaka
Tuesday, April 16, 2024

Big NAVI সমাচার : ALL ABOUT ‘BIG NAVI’ GPU’S

- Advertisement -

আসছে 28th October AMD লঞ্চ করবে তাদের Radeon RX 6000 সিরিজের Graphics Card যেগুলো আমরা BIG NAVI বলেও জানি।। আসুন দেখে নি এখন পর্যন্ত বিভিন্ন leaks, Rumors এর মাধ্যমে specs সহ কি কি তথ্য আমরা জানতে পেরেছি।

TGP & Memory Speed:

Igor Wallossek এর মতে AMD RADEON RX 6000 এর NAVI 21XT এর জিপিইউটির TGP বা Total Graphics Power হতে পারে 320 ওয়াট। যা পুর্বের লিক থেকে ভিন্ন (বেশি)।

- Advertisement -

মোটামুটি এটাও ধারণা করা হচ্ছে যে কাস্টম বোর্ডগুলোতে এই সংখ্যা 350 এর আশেপাশে যেতে পারে।

NAVI 21 ভিত্তিক Radeon RX 6000 গ্রাফিক্স কার্ডে স্যামসাং এর 16GBPS Memory Module ব্যবহার করা হতে পারে ((K4ZAF325BM-HC16))। রিপোর্ট অনুসারে এটি কেবলই AMD এর প্রস্তাবিত, AIB কার্ডগুলোতে পাওয়া যাবে কি না এ বিষয় এখনো নিশ্চিত নয়। তবে 16GBPS স্পিড এর বিষয়টি নিশ্চিত।

একই রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে NAVI 21 কার্ডগুলো নভেম্বরের মাঝামাঝি থেকে বাজারে আসা শুরু করবে।

- Advertisement -

2577 MHz এর বুস্ট ক্লক?

Igor Wallossek এর তথ্য অনুসারে , NAVI 21 এর কোনো একটি Custom Card এর বুস্ট ক্লক হতে পারে 2577 Mhz । তবে এটি কোন ভ্যারিয়েন্টের কার্ড সে বিষয়ে কিছু উল্লেখ করেনি Igor Wallossek । যেহেতু এই সংখ্যাকে বুস্ট ক্লক হিসেবে বলা হয়েছে সেক্ষেত্রে এটি কার্ডটির প্রকৃত বা রেগুলার স্পিড নয় তা বোঝা যাচ্ছে।

তার ব্যবহার করা টুল থেকে এটিও জানা গিয়েছে যে জিপিইউটির সর্বোচ্চ Allowed GPU clock speed হলো 2800Mhz। অবশ্যই এই স্পিড সাধারণ কুলিং সিস্টেমে পাওয়া সম্ভব না।

- Advertisement -

কতগুলো কার্ড?

AMD Radeon RX 6900 XT

এটি সবথেকে হায়ার ভ্যারিয়েন্ট। এবং যতদুর জানা গিয়েছে এই কার্ডটি Custom Card হিসেবে আসবে না অর্থাৎ AMD Exclusive হতে যাচ্ছে RX 6900XT . কার্ডটির স্টক ও থাকবে সীমিত। 256-bus এর 16GB GDDR6 Memory config দেখা যাবে এখানে। 2.04Ghz গেম ক্লক ও 2.330Ghz বুস্ট ক্লক দেখা যেতে পারে।   এএমডির এই ফ্লাগশিপ গ্রাফিক্স কার্ডের Computing units এবং Streaming Processors এর সংখ্যা হবে যথাক্রমে 80 ও 5120 ।

 

AMD Radeon RX 6800 XT

এই কার্ডটিতে থাকবে 72টি Computing Units এবং 4608 টি স্ট্রিম প্রসেসর। 6900XT এর মতই ১৬ জিবি মেমোরি ক্যাপাসিটির সাথে আসবে কার্ডটি। Game clock এবং boost clock উভয়ক্ষেত্রেই সামান্য ডাউনগ্রেড থাকবে 6900XT থেকে।

AMD Radeon RX 6800

6800XT এর ডাউনগ্রেড ভার্সন হিসেবে আসতে পারে এটি। অন্য higher variant গুলোর তুলনায় Computing Units কিংবা Stream processors এর সংখ্যা কমিয়ে এবং একই সাথে base,boost clock স্পিড অপেক্ষাকৃত কম করে AMD এই কার্ডটি বাজারে ছাড়বে।

এই কার্ডটিতে 64 টি computing Units, 4096 টি streaming processors এর পাশাপাশি 1.8Ghz এর বেস ক্লক ও 2.1Ghz এর আশেপাশে boost clock থাকতে পারে। তবে মেমোরি ক্যাপাসিটি ১৬ জিবিই থাকবে বলা ধারণা করা হচ্ছে।

উল্লেখিত ৩টি কার্ড AMD 28 অক্টোবর লঞ্চ করবে।

এবং পরবর্তীতে RX 6700 XT and 6700 এই দুটি কার্ড লঞ্চ হবে এবং এই কার্ডগুলোর CU, Streaming Processors এর সংখ্যা ৫০-৬০% কম হতে পারে , মেমোরি ক্যাপাসিটি ও ব্যান্ডউইথ এও থাকবে পরিবর্তন, লিক থেকে জানা যাচ্ছে যে এখানে ১২ গিগাবাইটের 192bus এর GDDR6 মেমোরি থাকবে। 

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here