24 C
Dhaka
Tuesday, March 26, 2024

গুগল ড্রাইভের Download Quota লিমিট সমস্যার কার্যকরী সমাধান নিয়ে নিন! (২০২০ নতুন পদ্ধতি!)

- Advertisement -

গুগল ড্রাইভের Download Quota লিমিট সমস্যার মুখোমুখি আমাদের অনেকেরই হতে হয় যারা নিয়মিত ডাউনলোডার রয়েছেন। কিন্তু গুগল ড্রাইভ থেকে বড় ফাইলস নামাতে গেল মাঝে মাঝে বা অনেক সময় ডাউনলোডের Quota লিমিট হয়ে যায়। বিশেষ করে একই ফাইল পৃথিবীর বিভিন্ন স্থান থেকে একই সাথে একসেস করার ট্রায় করা হলে এই সমস্যাটি হয়ে থাকে। কিন্তু এটার সমাধান হিসেবে আমরা সহ আপনাদের অনেকেই Copy to my Drive টিক্সটি ব্যবহার করে আসছিলেন।
কিন্তু মাসখানেক আগে গুগল এই বাগটি ফিক্সড করে ফেলে। এবার আর কোনো পদ্ধতি ছিলো না Quota লিমিট সমস্যাটির সমাধানের জন্য। তবে আমি আজ নিয়ে এলাম একটি কার্যকরী পদ্ধতি! তবে এই পদ্ধতিটি শুধুমাত্র গুগল ক্রোম ব্রাউজার এবং পিসির জন্য প্রযোজ্য! তো চলুন দেখে নেই সমাধানটি!

বি:দ্র: পদ্ধতিতে থার্ড পার্টি স্ক্রিপ্ট ব্যবহার করা হয়েছে। তাই পদ্ধতিটি আপনার মূল গুগল ইমেইল দিয়ে ট্রায় না করার জন্য অনুরোধ থাকলো। আপনার প্রাইভেসির কিছু হলে আমি এবং PCB দায়ী থাকবে না।

- Advertisement -

গুগল ড্রাইভ লিংক দিয়ে কোনো কিছু যদি ডাউনলোড করতে চান তাহলে নিচের মতো আসে:

আর তারপর ডাউনলোড আইকনে ক্লিক করে ফাইলটি স্ক্যান / ডাউনলোড শুরু হয়ে যায়:

- Advertisement -

কিন্তু Quota সমস্যার আন্ডারে পড়লে নিচের মতো বার্তা আসবে:

- Advertisement -

তো এই সমস্যার সমাধানের জন্য আমরা Copy Folder নামক একটি স্ক্রিপ্ট এর ব্যবহার করবো। প্রথমে ক্রোম ব্রাউজার পিসিতে ওপেন করুন। তারপর নিচের লিংক থেকে এক্সটেনশনটি ইন্সটল দিন:

https://chrome.google.com/webstore/detail/copy-folder/kfbicpdhiofpicipfggljdhjokjblnhl/related?hl=en&fbclid=IwAR0do-WtFlm8G3nsZYjP6Q_LQKIhn26xA6YWWzz2nqXshS7Gvj_9C8TCMds

এক্সটেনশনটি এড করার পর ওপেন করুন। কিছু পারমিশন চাইবে।

সকল পারমিশনগুলো দেখে দিয়ে দিন।

এবার মূল পেজে চলে এসে Visit Website বাটনে ক্লিক করুন। নতুন স্ক্রিপ্ট লোড হয়ে নিবে।

এবার Paste Folder URL ঘরে ড্রাইভ ফাইলটির URL ফুল কপি করে পেস্ট করে দিন।

আপনার লিংকের ফোল্ডারটি / ফাইলটির নাম এখানে দেখতে পাবেন। Next বাটনে ক্লিক করুন।

এবার ফাইলটি আপনার ড্রাইভে সেভ হবে। কি নামে সেভ হবে সেটা লিখে Next করুন।

এবার Copy Permission বক্সে টিক দিন। নিচের অপশনগুলো থেকে ফাইলটি আপনার ড্রাইভের কোথায় সেভ করতে চান সেটা বেছে Next করুন।

এবার Copy Folder অপশনে ক্লিক করলেই কপি প্রসেসিং শুরু হবে। ফাইলটির সাইজ অনুযায়ী কপির সময় নির্ধারণ করবে। কপি হয়ে গেলে আপনার গুগল ড্রাইভে দেখবেন যে ফাইলটি কপি হয়ে গিয়েছে। আর আপনার ড্রাইভ থেকে ডাউনলোডে কোনো Quota সেট করা থাকে না। Enjoy!

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here