38 C
Dhaka
Tuesday, April 16, 2024

বন্ধ হয়ে গেল GTX 1080 ti প্রোডাকশন

- Advertisement -

GTX 1080 ti Is No More!

সেপ্টেম্বরে রিলিজ হয়েছে এনভিডিয়ার নতুন জেনারেশনের RTX সিরিজের গ্রাফিক্স কার্ড। গত দুই মাসে আমরা মোট তিনটি জিপিউ লঞ্চ দেখেছি। সেগুলো হচ্ছে, RTX 2080 ti, RTX 2080 ও RTX 2070 জিপিউ। এই জিপিউগুলো অবশ্য বাংলাদেশের সাধারণ পিসি ক্রেতাদের নাগালের বাইরের বাজেটে। এই নতুন জেনারেশনের গ্রাফিক্স কার্ড লঞ্চ উপলক্ষে আমরা আগের জেনারেশন 10 সিরিজের জিপিউ বিশেষ করে GTX 1080 ti, GTX 1080, GTX 1070 ti ও GTX 1070 গ্রাফিক্স কার্ডের ব্যাপক প্রাইস ড্রপ দেখি। ব্র্যান্ড ও মডেল ভেদে এই প্রাইস ড্রপ ১০ হাজার টাকা থেকে ২২ হাজার টাকা পর্যন্ত দেখা গিয়েছে। বিশেষ করে ৮০ হাজার টাকার MSI ও Zotac GTX 1080 ti এর দাম ৬০ হাজার টাকার নীচে নেমে আসে। না মানতে চাইলেও, এটা স্পষ্ট ছিল, বোর্ড পার্টনাররা স্টক খালি করার জন্যই মূলত দাম এত কমিয়ে দিয়েছিল।

কিন্তু বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল বোর্ড পার্টনাররা আর 10 সিরিজের জিপিউ প্রোডিউস করছে না। এই স্পেসিফিক রিপোর্টটি এসেছে Gamers Nexus গ্রুপের EIC স্টিভেন বারকের কাছ থেকে। তিনি তার ভিডিওতে বলেছেন, মাল্টিপল ইন্ডাস্ট্রি সোর্স থেকে তিনি এই খবরটি জানতে পেরেছেন ও তার সোর্সের প্রতি পুরো আস্থা রয়েছে। সেই সোর্স আরো বলছে, অনেক আগে থেকেই 1080 ti এর প্রোডাকশন বন্ধ করে দেয়া হয়েছে।

- Advertisement -

কেন বন্ধ করে দেয়া হল GTX 1080 ti প্রোডাকশন

GTX 1080 ti প্রোডাকশন বন্ধ করে দেয়ার মূল কারণ হতে পারে এই নতুন জেনারেশনের জিপিউর আগমন। অবশ্য এই ধরণের মুভ কোন সারপ্রাইজিং বিষয় নয়। নতুন জেনারেশনের জিপিউ এনাউন্স হলে সকল কোম্পানিই সেই জিপিউ উৎপাদনে তাদের সকল ইনভেস্টমেন্ট নিয়ে যায়। এনভিডিয়ার 700, 900 ও 10 সিরিজের জিপিউর ক্ষেত্রেও আমরা এটি দেখেছি। তবে GTX 1080 ti মাত্র দেড় বছরের পুরোন জিপিউ। তাই হঠাৎ করে এমন মুভ সত্যিই কিছুটা অবাক করার মত।

আরো একটি ফ্যাক্টর হচ্ছে GTX 1080 ti এর দাম। আপনারা জানেন, বাংলাদেশের বাজারে ৮০ হাজার টাকার নীচে RTX 2080 জিপিউ পাওয়াই যাচ্ছে না। RTX 2080 কার্ডের দাম ৮০ হাজার টাকা প্লাস হলেও এটি ৬০/৬৫ হাজার টাকার GTX 1080 ti এর সমান অথবা কিছুটা বেশি পারফর্মেন্স দেয়। তবে ভ্যালু ফর মানি হিসেব করতে গেলে এটি সম্পূর্ণ ওভারপ্রাইসড। তাই বোর্ড পার্টনাররা বেশি প্রফিটের জন্যও GTX 1080 ti প্রোডাকশন বন্ধ করে দিতে পারে। উল্লেখ্য আমরা এখনো GTX 1050 ti, GTX 1060 6 GB সহ মিড রেঞ্জ ও লোয়ার বাজেটের জিপিউ প্রোডকশন চালিয়ে যাওয়ার কনফার্মেশন পেয়েছি।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here