29 C
Dhaka
Thursday, April 25, 2024

আসছে GTX 1650 ti এবং GTX 1660 Super! দাম কমতে পারে GTX 1650 ও GTX 1660 এর

- Advertisement -

আগামি মাস অর্থাৎ অক্টোবরে এনভিডিয়া রিলিজ করতে যাচ্ছে দুটি জিপিউ যাদের মধ্যে একটি হচ্ছে এন্ট্রি লেভেল বাজেট গেমিং জিপিউ GTX 1650 Ti এবং অপরটি হচ্ছে GTX 1660 সুপার। মূলত এ এম ডির বাজেট লেভেলের নাভি গ্রাফিক্স লাইন আপকে টেক্কা দেয়ার জন্যই টিউরিং আর্কিটেকচারের শেষ দুটি জিপিউ রিলিজ করতে যাচ্ছে কোম্পানিটি।

কোন সন্দেহ নেই এই অক্টোবর মাসেই এনভিডিয়া এবং এ এম ডির মধ্যকার প্রতিযোগিতা নতুন আগুনে জ্বলে উঠবে। এ এম ডি ইতিমধ্যে ৩৫ ও ৪২ হাজার টাকা বাজেট রেঞ্জের দুটি জিপিউ রিলিজ করলেও এই পর্যন্ত বাজেট অরিয়েন্টেড কিছু রিলিজ করে নি। তাই সবাই দুই চোখ দিয়ে তাকিয়ে আছে মিড বাজেট ও এন্ট্রি লেভেল গেমিং মার্কেটে এ এম ডি কি চমৎকার জিপিউ আনে। তাই এই জিপিউ সিরিজ রিলিজকে সামনে রেখে এনভিডিয়াও তাদের টিউরিং আর্কিটেকচারের সম্ভবত শেষ দুটি জিপিউ বাজারে আনতে যাচ্ছে আগামি মাসে।

- Advertisement -

শুরুতে কথা বলা যাক GTX 1650 ti আর GTX 1650 নিয়ে। এই দুটি জিপিউর মধ্যে পার্থক্য থাকবে শুধু কুডা কোর এবং বেইজ ক্লক স্পীডে। ধারণা করা হচ্ছে 1650 ti জিপিউতে দেয়া হবে ১০৪৮ কুডা কোর এবং বেইজ ক্লক স্পীড থাকবে ১৫২০+ মেগাহার্টজ যেখানে GTX 1650 এর কুডা কোর সংখ্যা ৮৯৬ টি এবং বেইজ ক্লক স্পীড ১৪৮৫ মেগাহার্টজ।

অপরদিকে GTX 1660 আর GTX 1660 সুপার এর মধ্যে কোন তফাতই নেই সেবায় মেমোরি টাইপ ছাড়া। GTX 1660 সুপার কার্ডে দেয়া হচ্ছে উন্নত মানের GDDR6 মেমোরি যা GTX 1660 Ti জিপিউতে খুঁজে পাবেন। এই মেমোরি সম্পূর্ণ 14Gbps স্পীড ইউটিলাইজ করতে সক্ষম হবে যা GDDR5 এর পক্ষে সম্ভব নয়। নীচে এই চারটি জিপিউর তুলনামুলক টেবল দেয়া হল।

- Advertisement -

*স্মার্টফোন ইউজাররা ল্যান্ডস্কেপ মোডে দেখুন

Model GTX 1650 GTX 1650 ti GTX 1660 GTX 1660 Super
CUDA Cores 896 1024~ 1408 1408
Texture Unit 56 64 80 80
Memory 4GB GDDR5 4GB GDDR5 6GB GDDR5 6GB GDDR6
Memory Bus & Speed 128 bit, 8Gbps 128 bit, 8Gbps 192 bit, 8Gbps 192 bit, 14Gbps
Base Clock 1485 MHz 1520+ MHz~ 1530 MHz 1570+ MHz~
ROPs 32 32 48 48
TDP 75W 75W 120W 120W
Price (Minimum BDT) 14,000 BDT 17,500 BDT (TBC) 20,000 BDT 24,000 BDT (TBC)

তবে বেশ কিছু এনভিডিয়ার বোর্ড পার্টনারদের সাথে কথা বলে জানা গিয়েছে এনভিডিয়ার এই দুটি নতুন জিপিউ লঞ্চকে কেন্দ্র করে হয়ত বা সংশ্লিষ্ট বেইজ মডেল জিপিউগুলোর দাম হালকা কমতে পারে। তবে সম্পূর্ণ রুপে দাম কমার কোন কনফার্মেশন না দেয়া হলেও পিসি বিল্ডার বাংলাদেশকে এমনটিই ইঙ্গিত দেয়া হয়। অবশ্য তারা কম দামে ডিস্ট্রিবিউটরদের কাছে জিপিউ বিক্রি করলেও বাংলাদেশে দাম কমাবে কিনা সেটা নির্ভর করছে সম্পূর্ণ বাংলাদেশের ক্রেতাদের উপর।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here