23 C
Dhaka
Wednesday, May 8, 2024

13th Gen: সেপ্টেম্বরে এনাউন্সমেন্ট,অক্টোবরে লঞ্চ

- Advertisement -

সর্বশেষ লিক অনুসারে অনুসারে সেপ্টেম্বর মাসে এনাউন্সমেন্ট হতে পারে Intel 13th Gen Raptor Lake-S Desktop Processor লাইনআপের। ঠিক তার পরের মাসেই লঞ্চ করা হতে পারে 13th Gen এর বেশ কয়েকটি প্রসেসর।

 

- Advertisement -

সেপ্টেম্বর মাসের ইভেন্টেই এনাউন্সমেন্টঃ পরের মাসে বাজারে?

সেপ্টেম্বরের শেষ দিকের Innovation Event এ এনাউন্সমেন্ট হয়ে যাবে বহুল আলোচিত 13th Gen Processor Lineup এর এই ব্যাপারে আগে থেকেই বেশ কিছু সোর্স দাবি করে আসছিল। এবার Bilibili তে Enthusiastic Citizen Official একাউন্ট থেকে নিজের সুত্রের বরাত দিয়ে নিশ্চিত করেছে যে  ২৮ সেপ্টেম্বরে অনুষ্টিতব্য innovation ইভেন্টের এনাউন্সমেন্টের ব্যাপারটি সত্য। বাড়তি তথ্য হিসেবে তারা এটা প্রকাশ করেছে যে এনাউন্সমেন্টের ৩ সপ্তাহ পর, অর্থাৎ অক্টোবরের ১৭ তারিখ লঞ্চ হবে Raptor Lake.

 

Partial Launch:ধাপে ধাপে বাজারে আসবে প্রসেসরগুলো

আগে থেকে আন্দাজ করা হচ্ছিল যে  Partial Launch এর ব্যাপারটি, অর্থাৎ 12th gen এর মত K মডেলের প্রসেসর গুলো আগে লঞ্চ করা হবে, এই ব্যাপারটিও EC এর সোর্স নিশ্চিত করেছে। অর্থাৎ এবারের আগের বছরের মত ইন্টেল প্রসেসর গুলো ধাপে ধাপে লঞ্চ করবে। সেক্ষেত্রে মোটামুটি এটা ধরে নেওয়া যায় যে I9 13900k,13900kf, 13700k,13700kf,13600k,13600kf প্রসেসর গুলো লঞ্চ করা হবে।প্রসেসরের সাথে সাথে একই সময়ে লঞ্চ হয়ে যাবে Z970 সিরিজের মাদারবোর্ড গুলো ও ।

- Advertisement -

পরবর্তীতে জানুয়ারিতে বাকি প্রসেসরগুলো, অর্থাৎ Non K ভ্যারিয়েন্ট গুলো লঞ্চ করা হবে। Non K ভ্যারিয়েন্টগুলো এনাউন্স করা হবে জানুয়ারি মাসের ৫ তারিখে, একই মাসের দ্বিতীয় ভাগে বাজারে আসবে সেগুলো। এই Non K প্রসেসরগুলোর সাথে সাথে বাজারে আসবে B760,H770 চিপসেটের মাদারবোর্ডগুলো। একটা পুরাতন খবর এরকম ছিল যে H710 নামের কোনো এন্ট্রি লেভেলের চিপসেট এবার থাকবে না, পুরাতন সেই খবরটিকেই নতুন করে নিশ্চিত করেছে EC।

Primary Specs of 13th gen:

13th gen এও ইন্টেল তাদের হাইব্রিড আর্কিটেকচার ব্যবহার করবে এটি নিশ্চিত। অল্প সংখ্যক শক্তিশালী performance cores  এর পাশাপাশি অনেকগুলো করে Efficiency cores বা পাওয়ার সেভিং কোর থাকবে। 13900k এর ক্ষেত্রে মোট ২৪ টি কোর থাকতে পারে বলে জানা গিয়েছে, ২৪টি কোরের মধ্যে ১৬টি E cores থাকবে,বাকিগুলো P cores. 13700k তে থাকবে ৮+৮=মোট ১৬টি কোর। Core i5 13600k এর কোরের সংখ্যা ও আগের জেনারেশন থেকে বেড়ে ১৪তে গিয়ে পৌছাবে।

- Advertisement -

13900k এর Clock speed হতে পারে 5.5 Ghz এর বেশি, বাকি দুটো প্রসেসরের ক্লক স্পিড ও 5.1-5.3 গিগাহার্জ। ৩টি প্রসেসরেরই Power Limit ১২৫-২৩০ ওয়াট।মেমোরি সাপোর্টেও আসছে কিছুটা আপগ্রেড, 4800Mhz এর স্থলে এবার 13th gen প্রসেসর গুলো 5600 Mhz র‍্যাম সাপোর্ট করবে।

পারফর্মেন্সঃ 13600k,13700k,13900k এর পারফর্মেন্স ও বেঞ্চমার্ক লিক

Geekbench এ প্রকাশ পেয়েছে i5 13600k এর পারফর্মেন্স। এখানে 13600k এর সিঙ্গেল কোর স্কোর ১৯৮০ ও মাল্টিকোর স্কোর ১৪৪২৫। আরো এক জোড়া নাম্বার পাওয়া গিয়েছে যেখানে এই সংখ্যা গুলো আরো বেশি,সম্ভবত সেক্ষেত্রে OC করে টেস্ট করা হয়েছে core i5 13600k প্রসেসরটি। এই টেস্টে প্রসেসরটির ক্লক স্পিড উঠেছিল ছিল 5.1 Ghz পর্যন্ত। এই স্কোর তুলনা করলে দেখা যায় Ryzen 9 5950x এর তুলনায় 13600k সিঙ্গেল কোরে ২০% ফাস্ট ও মাল্টিকোরে ৩% মত স্লো পারফর্ম করছে। বলে রাখা ভালো, টেস্ট করা হয়েছে যে ইউনিট, সেটি একটি Engineering Sample.

Core i7 13700k এর পারফর্মেন্স Geekbench এ এসেছে। এখানে প্রসেসরটির স্পিড 5.3 Ghz পর্যন্ত ট্রাক করা হয়েছে , এই টেস্টে সিঙ্গেল কোরে প্রসেসরটির স্কোর ছিল ২০৯০ ,মাল্টিকোরে তা ছিল ১৬৫৪২। এটিও 13600k এর মত Engineering sample.

13900k এর Gaming performance এর পাশাপাশি CPU-Z স্কোর ও বের হয়েছে।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here