35 C
Dhaka
Tuesday, April 23, 2024

আসছে ইন্টেলের 9th gen রিফ্রেশ ‘KFC’ প্রসেসর

- Advertisement -

ইন্টেল তাদের প্রসেসরের নাম এর আগেও অনেক অদ্ভুত রেখেছে। তবে এরকম নাম আশা করাই যায় নি। ইন্টেল তাদের 9th gen কোর সিপিউগুলোর রিফ্রেশ আর কিছুদিনের মধ্যেই বাজারে আনতে যাচ্ছে। আর অনেকটা সারপ্রাইজিংলি তাদের ওভারক্লকেবল সিপিউগুলো K নামের বদলে পাচ্ছে KFC উপাধি।

AIDA 64 ডাটাবেজে ৮ কোর ১৬ থ্রেডের i9 9900KFC, নেই কোন iGPU

AIDA 64 ডাটাবেজে খুঁজে পাওয়া গিয়েছে এই KFC সিরিজের প্রসেসরের সন্ধান। Anandtech এর মতে মূলত ৮ কোর ও ১৬ থ্রেডের i9 9900KFC সিপিউ ইন্টেলের ৯ম জেনারেশনের নতুন ভার্শন হিসেবেই আসছে।যদিও আর তেমন কোন বিস্তারিত তথ্য পাওয়া যায় নি, নেমিং স্কিম থেকেই বেশ কিছু স্পেসিফিকেশন সম্পর্কে নিশ্চিত হওয়া গিয়েছে। 9900KFC হতে যাচ্ছে ডেস্কটপ 9900K এর সেকেন্ড ভার্শন।

- Advertisement -

9900K ছিল ইন্টেলের সর্বপ্রথম ৮ কোর ও ১৬ থ্রেডের মেইন্সট্রিম সিপিউ যার এম এস আর পি হচ্ছে ৫০০ ডলার। তবে বিভিন্ন রিজিওনে ৫৫০ থেকে ৬৫০ ডলারে এই সিপিউকে বিক্রি হতে দেখা গেছে। এটিই যে কোন ব্র্যান্ডের প্রথম সিপিউ যাতে ৫.০ গিগাহার্টজ বুস্ট স্পীড পাওয়া গিয়েছে। এছাড়াও এতে রয়েছে ১৬ মেগাবাইট L3 Cache এবং UHD 630 iGPU।

ইন্টেল 9th gen ডেস্কটপ সিপিউর কমপ্লিট লাইনআপ

Processor Name Process Cores / Threads Base Clock Boost Clock Cache TDP Price
Core i9-9900K 14nm++ 8 / 16 3.6 GHz 5.0 GHz 16 MB 95W $510 US
Core i9-9900KFC 14nm++ 8 / 16 3.6 GHz 5.0 GHz 16 MB 95W $510 US
Core i7-9700K 14nm++ 8 / 8 3.6 GHz 4.9 GHz 12 MB 95W $374 US
Core i7-9700KFC 14nm++ 8 / 8 3.6 GHz 4.9 GHz 12 MB 95W $374 US
Core i5-9600K 14nm++ 6 / 6 3.7 GHz 4.6 GHz 9 MB 95W $262 US
Core i5-9600KFC 14nm++ 6 / 6 3.7 GHz 4.6 GHz 9 MB 95W $262 US
Core i5-9600 14nm++ 6 / 6 3.1 GHz 4.5 GHz 9 MB 65W TBD
Core i5-9500 14nm++ 6 / 6 3.0 GHz 4.3 GHz 9 MB 65W TBD
Core i5-9400F 14nm++ 6 / 6 2.9 GHz 4.1 GHz 9 MB 65W $182
Core i5-9400T 14nm++ 6 / 6 1.8 GHz 3.4 GHz 9 MB 35W TBD
Core i3-9350KFC 14nm++ 4/4 4.0 GHz 4.6 GHz 8 MB 91W TBD
Core i3-9100 14nm++ 4 / 4 3.8 GHz 4.2 GHz 6 MB 65W TBD
Core i3-9000 14nm++ 4 / 4 3.7 GHz N/A 6 MB 65W TBD
Core i3-9000T 14nm++ 4 / 4 3.2 GHz N/A 6 MB 35W TBD

কেন এই KFC নামকরণ?

ইন্টেলের এই অদ্ভুত নামকরণের পেছনে অবশ্য কিছুটা লজিক্যাল কারণই রয়েছে। ‘K‘ থাকার অর্থ হচ্ছে সেই স্পেসিফিক সিপিউকে ওভারক্লক করা যাবে যা আমরা বিগত কয়েক জেনারেশনের ওভারক্লকেবল সিপিউর নামের সাথে দেখে এসেছি। ‘F‘ নামটি এসেছে সদ্য রিলিজ হওয়া i5 9400F প্রসেসর থেকেই। আমরা জানি, সেই প্রসেসরের মধ্যে কোন প্রকারের ইন্টিগ্রেটেড জিপিউ নেই। তাই যে সকল সিপিউর মধ্যে ইন্টিগ্রেটেড জিপিউ থাকবে না, সেগুলোর নামের পাশে আমরা ‘F‘ দেখতে পারব। সবশেষে ‘C‘ নামের কারণ হতে পারে সিপিগুলোর eDRAM সাপোর্ট। অবশ্য eDRAM এখানে L4 cache হিসেবে কাজ করার পরিবর্তে L3 Cache এবং সিপিউর বাফার হিসেবে কাজ করতে পারে।

তবে এই KFC সিরিজের সিপিউগুলো আগের ভার্শনের প্রসেসর হতে কেমন উন্নত পারফর্মেন্স দিতে পারে তা রিভিউ দেখেই বোঝা যাবে। তবে iGPU না থাকায় আপনারা Intel Quick Sync ফিচারটি থেকে বঞ্চিত হবেন।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here