24 C
Dhaka
Tuesday, March 26, 2024

আসছে iPhone 12 : এক নজরে প্রত্যাশিত সব Specs

- Advertisement -

October এর ১৩ তারিখে “Hi, Speed,” ইভেন্টের মাধ্যমে Apple reveal করবে তাদের  বহুল আলোচিত ও প্রত্যাশিত iPhone 12 । বিভিন্ন সুত্রে এখন পর্যন্ত জানা গিয়েছে বেশ অনেকগুলো তথ্য, জানা গিয়েছে কোন সেকশনে কি ধরনের পরিবর্তন দেখা যেতে পারে। দেখে নেওয়া যাক এক নজরেঃ

 

- Advertisement -

***নিচের সবগুলো তথ্যই লিকের মাধ্যমে পাওয়া, বিভিন্ন সোর্স এর মাধ্যমে। অফিশিয়াল এনাউন্সমেন্টের আগে কোনো কিছুই ১০০% সত্য নয়***

কতগুলো iPhone?

চারটি আইফোনের দেখা মিলবে এবার। Pro,Pro Max ট্রেন্ড চলবে এবারেও। চারটি আইফোনের ডিসপ্লে সাইজ, দাম ক্যামেরা সেটাপ সহ বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তন/পার্থক্য থাকবে

  •  iPhone 12 mini – 64GB ($649), 128GB ($699), 256GB ($799)
  •  iphone 12 – 64GB ($749), 128GB ($799), 256GB ($899)
  •  12 Pro – 128GB ($999), 256GB ($1099), 512GB ($1299)
  •  12 Pro Max – 128GB ($1099), 256GB ($1199), 512GB ($1399)

সবথেকে সস্তা ভ্যারিয়েন্টটি গতবারের এন্ট্রি লেভেলের আইফোন অপেক্ষা ৫০ ডলার সস্তা। এবং ১৪০০ ডলারের সবথেকে দামী ভ্যারিয়েন্টটির দাম ও 512GB iPhone 11 Pro Max এর থেকে কম।

- Advertisement -

ডিসপ্লেঃ

চারটি ভ্যারিয়েন্ট এর ডিসপ্লে সাইজ থাকছে ৩ রকমের। 12 mini এর ডিসপ্লে সাইজ 5.4 ইঞ্চি।। 12 এবং 12 pro এর ডিসপ্লে সাইজ 6.1 ইঞ্চি এবং সর্বশেষ Pro Max এডিশনের সাইজ বিশাল 6.7 ইঞ্চি। সম্ভবত থাকছে না হায়ার রিফ্রেশ রেট। প্রথমে শোনা গিয়েছিল যে 120hz ডিসপ্লে থাকতে পারে তবে ব্যাটারি ড্রেইন এর কথা মাথায় রেখে সে চিন্তা থেকে সরে এসেছে apple।

ডিসপ্লে টাইপঃ এখানে প্রথমবারের মত OLED ডিসপ্লে থাকতে যাচ্ছে। চারটি মডেলেই একই Super Retina XDR OLED ডিসপ্লে পাওয়া যাবে।

- Advertisement -

ডিজাইনঃ

 

ডিজাইনের কথা বলতে গেলে edge-to-edge ডিস্প্লে এর সাথে নচ থাকবে । প্রথমদিকে শোনা গিয়েছিল যে নচের আকৃতি ছোট হবে তবে পরবর্তী লিক অনুসারে নচ আগের মতই থাকবে।

শোনা যাচ্ছে যে, Apple ব্যবহার করেছে শক্তিশালী Ceramic Shield গ্লাস স্ক্রিন। যেটি scratch/damage ইত্যাদি থেকে বেশি সুরক্ষা প্রদান করবে।

smooth,rounded edge ডিসপ্লের বদলে এবার আইফোন ৪ এর মত অনেকটা flat-edge frame থাকতে যাচ্ছে।

প্রো মডেলগুলোতে stainless steel frame থাকতে পারে এবং অপেক্ষাকৃত কমদামী মডেলগুলোতে aluminum frame। প্রো মডেলগুলো চারটি রঙ এ পাওয়া যেতে পারেঃ standard silver, gold, and graphite এবং blue। তুলনামুলক কমদামী মডেলগুলোতে black, white, red, blue,  green রঙ দেখতে পেতে পারি আমরা।

ক্যামেরাঃ

সস্তা দুটি মডেলে দুটি ক্যামেরা থাকবে বলে জানা গিয়েছে। একটি wide angle lens এর সাথে একটি Ultra wide angle lens । তবে pro এবং pro max মডেলগুলোতে বাড়তি একটি Telephoto lens থাকার সম্ভাবনা রয়েছে। এই Telephoto লেন্স বিশেষভাবে improved থাকবে বলা ধারণা করা হচ্ছে।উন্নত optical zoom এর পাশাপাশি কম আলোতে ভালো ছবির জন্য improved Smart HDR থাকবে । Sensor-shift image  stabilization থাকবে যেটি লেন্স স্টেজে স্টাবিলাইজেশনের পরিবর্তে ক্যামেরা স্টেজে স্টাবিলাইজেশনের কাজ করবে । যার জন্য low light কন্ডিশনে ভালো পারফর্মেন্স পাওয়া যেতে পারে।

দামী দুটি মডেলের অন্তত একটিতে LIDAR সেন্সর থাকবে বলে ধারণা করা হচ্ছে। এই বিশেষ সেন্সর AR Capabilities বৃদ্ধি করবে। একই সাথে পোরট্রেইট মোড,নাইট মোড এবং লো লাইট ফটোগ্রাফিতে বড় রকমের ভুমিকা রাখবে।

প্রো মডেলগুলো 4k তে 120/240 fps  এ ভিডিও রেকর্ড করতে সক্ষম হতে পারে এরকম ধারণা ও পাওয়া গিয়েছে।

নেটওয়ার্কঃ

প্রথমবারের মত 5G আসতে যাচ্ছে iPhone এ। সবগুলো মডেলই Qualcomm এর 5g মডেম ব্যবহার করবে । তবে দুই ধরনের 5G থাকতে পারে, pro মডেলগুলোতে অপেক্ষাকৃত বেশি ফাস্ট mmWave 5G এবং অন্যগুলো Sub-6GHz ফাইভজি সাপোর্ট করবে।

প্রসেসরঃ

এবারের আইফোনগুলোতে নতুন 5nm ভিত্তিক A14 Bionic চিপ থাকবে। যা পারফর্মেন্স এর সাথে efficiency তেও বেশ upgraded।

বেঞ্চমার্ক স্কোর লিকের মাধ্যমে এর পাওয়ার সম্পর্কে বেশ ভালো ধারণাই পেয়ে গিয়েছি আমরা। সিঙ্গেল কোরে 1583 এবং মাল্টিকোরে 4198 স্কোর (geekbench) করেছে এই চিপ। যেখানে A13 এর স্কোর ছিল যথাক্রমে 1336 এবং 3569 ।

কোন আইফোন থেকে কতগুণ ফাস্ট?

iPhone‌ 6s / SE – 196% Faster
• ‌7 / Plus – 117% Faster
• ‌iPhone‌ 8 / Plus / X – 75% Faster
•  XS – 44% Faster
• ‌iPhone SE‌ (2020) / 11 / 11 Pro – 18% Faster (ক্রেডিটঃmacrumors)

(credit:macrumors,forbes,appleinsider)

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here