29 C
Dhaka
Wednesday, April 24, 2024

এনভিডিয়া RTX 3090??? All the rumors covered ! 2080ti থেকে ৬০-৯০% ফাস্ট?

- Advertisement -

NVIDIA এর Ampere গ্রাফিক্স কার্ড আসছে তা আমরা জানি। স্পেকস, রিলিজ ডেট অফিশিয়ালি খুব বেশি জানা যায়নি কিন্ত গুজব, লিকস এর অভাব কিন্ত একদমই নেই। RDNA2 নিয়ে কোন রিস্কেই থাকতে চায় না NVIDIA, অন্তত লিকড স্পেকস দেখে তো তাই মনে হচ্ছে কারণ অনেক বেশি ই Aggressive স্পেকস বের হয়ে এসেছে বিভিন্ন সময়। NVIDIA এর Ampere আর্কিটেকচারের 3000 সিরিজের আরো একটি গ্রাফিক্সকার্ড সম্পর্কে কিছু তথ্য পাওয়া গিয়েছে! এটি কিন্ত RTX 3080,3080Ti নয়! এটি RTX 3090!!!!! নতুন পুরাতন বিভিন্ন গুজব, লিকস নিয়ে আজকে আলোচনা থাকছে।

ইউটিউবার ‘Moore’s Law is Dead’ এর সোর্স অনুসারে RTX 3090 আসছে । তিনি RTX 3080 এর চিপহেল ওয়েবসাইটে লিক হওয়া ছবিগুলোকে “রিয়েল” হওয়ার উপরেও জোর দিয়েছেন।

- Advertisement -

ইতিপুর্বেই জানা গিয়েছে যে AMPERE সিরিজে USB Type-C পোর্ট থাকছে না, অর্থাৎ তাহলে Virtual Link এর ও সম্পাপ্তি ঘটে যাচ্ছে। লিক অনুসারে এটাও ধারণা করা যাচ্ছে যে ক্লক স্পিডে একটা বড় পরিবর্তনও আমরা দেখতে চলেছি। GA102 চিপসেট সম্ভবত হতে যাচ্ছে RTX 3080TI or 3090 অথবা উভয়ই।

লিক অনুসারে পাওয়ার ইউসেজ 230 ওয়াট পর্যন্ত উঠেছে যখন ক্লক স্পিড ছিল 2.5Ghz। এবং আরো চমকপ্রদ তথ্য হচ্ছে আগের স্যাম্পল গুলো থেকে আরো 10-15% বেশি ফাস্ট হবে এই জিপিইউ।

- Advertisement -

Moores Law is dead এর তথ্য অনুসারে উপরের এই হিসাব অনুযায়ী এটি TU102 বা RTX 2080ti থেকে ৬০-৯০% পর্যন্ত বেশি ফাস্ট হতে পারে।

- Advertisement -

 

উল্লেখ্য যে কিছুদিন আগে কিন্ত আমরা আরো জেনেছি যে RTX 3060 গ্রাফিক্স কার্ড টি 2080ti থেকে অনেক বড় ব্যবধানে এগিয়ে থাকতে পারে। অর্থাৎ এটি হবে অনেক পাওয়ারফুল।  TSMC’s 7nm node ব্যবহার করা হবে বলে শোনা গিয়েছে।

গুচ্ছ গুচ্ছ আরো কিছু খবর ও আছে যেমন বর্তমান প্রজন্মের (TURING) জিপিইউ গুলো থেকে ৭৫% পর্যন্ত বেশি ফাস্ট হতে যাচ্ছে 3000 সিরিজের গ্রাফিক্স কার্ড গুলো। এবং TURING এর অর্ধেক পরিমাণ পাওয়ার ব্যবহার করে ৫০% পর্যন্ত বেশি পারফর্মেন্স পাওয়া যেতে পারে।

 

মে মাসে আমরা ইতিমধ্যেই কিছু লিকড স্পেসিফিকেশন ও পেয়ে গিয়েছিঃ

NVIDIA Ampere GPUs

GA102 – 84 SMs / 5376 CUDA cores / 12GB GDDR6 / 384-bit bus – 40% faster than RTX 2080 Ti
GA103 – 60 SMs / 3840 CUDA cores / 10GB GDDR6 / 320-bit bus – 10% faster than RTX 2080 Ti
GA104 – 48 SMs / 3072 CUDA cores / 8GB GDDR6 / 256-bit bus – 5% slower than RTX 2080 Ti

NVIDIA Ampere GA100 (RTX 3080 Ti)

CUDA cores: up to 8192
RT Cores: up to 256
Tensor Cores: up to 1024
GPU Boost clock: 1750MHz
GDDR6 speed: 16Gbps
Launch: Q4 2020

NVIDIA Ampere GA103 (RTX 3080)

CUDA cores: up to 4608
RT Cores: up to 144
Tensor Cores: up to 576
GPU Boost clock: 2000MHz
GDDR6 speed: 16Gbps
Launch: Q3 2020

NVIDIA Ampere GA103 (RTX 3070)

CUDA cores: up to 3584
RT Cores: up to 112
Tensor Cores: up to 448
GPU Boost clock: 1900MHz
GDDR6 speed: 16Gbps
Launch: Q3 2020

NVIDIA Ampere GA104 (RTX 3060)

CUDA cores: up to 2560
RT Cores: up to 80
Tensor Cores: up to 320
GPU Boost clock: 2000MHz
GDDR6 speed: 16Gbps
Launch: Q1 2021

Source: Tweakdown , Moore’s Law Is Dead

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here