36 C
Dhaka
Wednesday, April 24, 2024

The Game Awards 2023: কে কি জিতলো

- Advertisement -

প্রতিবছরই অনুষ্ঠিত হয় The Game Awards, বিভিন্ন ক্যাটাগরিতে ভোটিং এর মাধ্যমে বছরের সেরা গেম গুলোর খেতাব দেওয়া হয়ে থাকে এই অনুষ্ঠানে। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে The Game Awards এর 2023 সালের সংস্করণ। চলুন দেখে নেওয়া যাক এবার কোন ক্যাটাগরিতে কোন গেম পুরষ্কার জিতলো, নমিনেশন এর তালিকাতেই বা ছিল কোন কোন গেম।

মোট ২৯ টি ক্যাটাগরিতে পুরষ্কার দেওয়া হয়েছে। চলুন দেখে নেওয়া যাক মনোনয়ন ও বিজেতাদের তালিকা।

- Advertisement -

Game of the Year

সকল creative ও technical field এ সেরা এক্সপেরিয়েন্স দিতে সক্ষম হয়েছে এরকম গেমকেই প্রতিবার Game of The Year পুরষ্কার দেওয়া হয়।২০২৩ সালে মনোনয়ন পেয়েছিল-

  • Alan Wake 2
  • Baldur’s Gate 3 – WINNER
  • Marvel’s Spider-Man 2
  • Resident Evil 4 Remake
  • Super Mario Bros. Wonder
  • The Legend of Zelda: Tears of the Kingdom

এলান ওয়েক, মার্ভেলস স্পাইডারম্যান, রেসিডেন্ট এভিল ৪ রিমেক এর মত গেমগুলোকে পিছনে ফেলে পুরষ্কার জিতেছে Baldurs Gate 3।

- Advertisement -

Best Game Direction

অসাধারণ সৃষ্টিশীলতা ও নতুনত্বের জন্য  এই ক্যাটাগরিতে এবার পুরষ্কার জিতেছে Alan Wake 2। বাকি গেমগুলো ছিল-

  • Baldur’s Gate 3
  • Marvel’s Spider-Man 2
  • Super Mario Bros. Wonder
  • The Legend of Zelda: Tears of the Kingdom

অর্থাৎ গেম অফ দা ইয়ার এর সবগুলো গেমই এই তালিকায় ছিল।

Best Narrative

সেরা স্টোরিলাইন এর জন্য এই পুরষ্কার দেওয়া হয়ে থাকে। তালিকায় ছিল নিম্নোক্ত গেম গুলো-

- Advertisement -
  • Alan Wake 2
  • Baldur’s Gate 3
  • Cyberpunk 2077: Phantom Liberty
  • Final Fantasy 16
  • Marvel’s Spider-Man 2

বেস্ট ডিরেকশন এর পাশাপাশি স্টোরিলাইন এর জন্য ও এই পুরষ্কার পেয়েছে Alan Wake 2।

Best Art Direction

সেরা ডিজাইন, ও আর্ট/এনিমেশন এর জন্য এই এওয়ার্ড দেওয়া হয়ে থাকে। এখানেও পুরষ্কার জিতেছে Alan Wake 2। বাকি গেমগুলোর মধ্যে ছিল-

  • Hi-Fi Rush
  • Lies of P
  • Super Mario Bros. Wonder
  • The Legend of Zelda: Tears of the Kingdom

Best Score/Music

Best  music, soundtrack /original song এর জন্য নমিনেশন পেয়েছিল যারা যারা-

  • Alan Wake 2
  • Baldur’s Gate 3
  • Final Fantasy 16
  • Hi-Fi Rush
  • The Legend of Zelda: Tears of the Kingdom

পুরষ্কার জিতেছে ফাইনাল ফ্যান্টাসি ১৬।

Best Audio Design

ইন গেম অডিও ডিজাইন ও সাউন্ড ডিজাইন এর জন্য পুরষ্কারটি জিতেছে Hi-Fi Rush । এক্ষেত্রে গেমটি পেছনে ফেলেছে –

  • Alan Wake 2
  • Dead Space Remake
  • Marvel’s Spider-Man 2
  • Resident Evil 4 Remake

এর মত গেম গুলোকে।

Games for Impact

গেম এর মাধ্যমে বিশেষ কোনো বার্তা, সমাজ ব্যবস্থার বিশেষ কোনো দিক তুলে ধরার জন্য এই এওয়ার্ড সাধারণত দেওয়া হয়ে থাকে। জিতেছে- Tchia। ক্যাটেগরিতে আরো নমিনেশন পেয়েছিল-

  • A Space for the Unbound
  • Chants of Sennaar
  • Goodbye Volcano High
  • Terra Nil
  • Venba

Best Ongoing Game

পুরষ্কারটি জিতেছে Cyberpunk 2077।

পুরষ্কারপ্রত্যাশীদের তালিকায় আরো ছিল-

  • Apex Legends
  • Final Fantasy 14
  • Fortnite
  • Genshin Impact

Best Indie Game

২০২৩ সালের সেরা Indie গেম এর পুরষ্কার জিতেছে Sea of Stars। আরো নমিনেশন পেয়েছিল-

  • Cocoon
  • Dave the Diver
  • Dredge
  • Viewfinder

Best Debut Indie Game

একদমই নতুন স্টুডিওর দ্বারা নির্মিত সেরা গেম হিসেবে এই পুরষ্কার দেওয়া হয়।

  • Dredge
  • Pizza Tower
  • Venba
  • Viewfinder
  • Cocoon

পুরষ্কার জিতেছে Cocoon।

Best Mobile Game

মোবাইল প্লাটফর্মের সেরা গেম এর খেতাব এবার জিতেছে Honkai: Star Rail। তালিকায়  ছিল-

  • Final Fantasy 7: Ever Crisis
  • Hello Kitty Island Adventure
  • Monster Hunter Now
  • Terra Nil

Best Action Game

Action Genre এর সেরা গেম হিসেবে ২০২৩ সালে পুরষ্কার জিতে নিয়েছে Armored Core 6: Fires of Rubicon ।এই ক্যাটাগরিতে আরো ছিল-

  • Dead Island 2
  • Ghostrunner 2
  • Hi-Fi Rush
  • Remnant 2

Best Action/Adventure Game

Action Adventure Genre, যেখানে কমব্যাট, একশন,এডভেঞ্চার এর পাশাপাশি Puzzle solving থাকে, এই ধরনের গেম এর মধ্যে ২০২৩ সালের পুরষ্কারপ্রার্থী ছিল নিম্নোক্ত গেমগুলো-

  • Alan Wake 2
  • Marvel’s Spider-Man 2
  • Resident Evil 4
  • Star Wars Jedi: Survivor
  • The Legend of Zelda: Tears of the Kingdom – WINNER

জিতেছে The Legend of Zelda: Tears of the Kingdom

Best RPG

RPG Genre তে সেরা গেম এর পুরষ্কার জিতেছে Baldur’s Gate 3।তালিকায় আরো ছিল-

  • Final Fantasy 16
  • Lies of P
  • Sea of Stars
  • Starfield

Best Fighting Game

  • God of Rock
  • Mortal Kombat 1
  • Nickelodeon All-Star Brawl 2
  • Pocket Bravery

এই গেমগুলোকে পিছনে ফেলে এই ক্যাটাগরিতে পুরষ্কার জিতে নিয়েছে Street Fighter 6

Best Esports Game

সকল প্লাটফর্ম ও Genre মিলিয়ে ওভারল সেরা ইস্পোর্টস এক্সপেরিয়েন্স এর জন্য ২০২৩ সালের সেরা ইস্পোর্টস গেম এর পুরষ্কার পেয়েছে Valorant। তালিকায় আরো ছিল-

  • Counter-Strike 2
  • Dota 2
  • Leage of Legends
  • PUBG Mobile

এছাড়াও  EA Sports FC 24,F1 23,Hot Wheels Unleashed 2: Turbocharged ও The Crew Motofest কে পেছনে ফেলে এই বছরের  সেরা Sports/Racing গেম এর পুরষ্কার জিতেছে Forza Motorsport। ও সেরা মাল্টিপ্লেয়ার গেমের পুরষ্কার জিতেছে Balders Gate 3।

The Game Awards 2023 এর বাকি ক্যাটাগরির উইনার ও নমিনেশনগুলো দেখুন এই লিংক থেকে
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here