39 C
Dhaka
Wednesday, April 24, 2024

যেভাবে ফেসবুকে Message Requests অপশন বন্ধ রাখবেন।

- Advertisement -

ফেসবুকে আপনি যদি একজন একটিভ মেম্বার হয়ে থাকেন এবং আপনার যদি প্রচুর ফ্যান ফলোয়ারস থেকে থাকে তাহলে স্বাভাবিক ভাবেই বলা যায় আপনি ডেইলি ফেসবুকে প্রচুর মেসেজ পান। আর ফ্রেন্ড লিস্টের বাইরের কেউ যখন আপনাকে মেসেজ দিবে তখন ফেসবুক সেটাকে আলাদাভাবে ইনবক্সে অন্য একটি ফোল্ডারে মেসেজগুলো রেখে দিবে। ফোল্ডারটি আপনার মেসেঞ্জারের উপরে Message Requests হিসেবে জমা থাকবে।
এই ফিচারটির সুবিধা এবং অসুবিধা দুটোই রয়েছে। যেমন আমার কথাই বলি। ফেসবুকে আমাদের হেল্পলাইন গ্রুপে প্রতিদিন অসংখ্য পোষ্ট হয়। সেখান থেকে যদি কেউ আমাকে পারসোনাল ভাবে মেসেজ করতে চান তখন মেসেজগুলো আমি মেসেজ রিকোয়েস্ট আকারে পেয়ে যাই। এভাবে ফেসবুক ফ্রেন্ড না হয়েও আপনার মেসেজগুলো আমি পড়ে নিতে পারছি।

তবে আপনি যদি প্রাইভেসি নিয়ে বেশি সেন্সিটিভ থাকেন তাহলে এই মেসেজগুলো আপনার কাছে প্যাড়াদায়ক হয়ে উঠতে পারে। বিশেষ করে ছোট বা বড় বোন যারা রয়েছেন তারা স্বাভাবিক ভাবেই তাদের ফেসবুক ফ্রেন্ডলিস্টের বাইরের কারোর মেসেজ রিসিভ করতে চাইবেন না। আর তাই আজকের এই ছোট পোষ্ট দেখে আপনি কিভাবে ফেসবুকের মেসেজ রিকোয়েস্ট ফিচারটি বন্ধ রাখবেন সেটা দেখে নিতে পারেন। মেসেজ রিকোয়েস্ট বন্ধ করার জন্য আপনাকে আপনার ফেসবুক একাউন্টের প্রাইভেসি সেটিংস থেকে কিছু কাপঝাপ করে নিতে হবে। চলুন দেখে নেই।

- Advertisement -

পিসি

কম্পিউটার থেকে মেসেজ রিকোয়েস্ট বন্ধ করতে চাইলে ব্রাউজার চালু করুন। তারপর চলে যান আপনার ফেসবুক প্রোফাইলে। উপরের ডান দিকের Arrow চিহ্নের উপর ক্লিক করুন; ড্রপ ডাউন মেনু আসবে। সেখান থেকে Settings & Privacy বাটনে ক্লিক করুন।

তারপর সেটিংস অপশনে ক্লিক করুন।

- Advertisement -

ফেসবুক সেটিংস আপনার সামনে চলে আসবে। এখান থেকে Privacy সেকশনে ক্লিক করুন। তারপর নিচের দিকে একটু স্ক্রল করে আসুন।

- Advertisement -

নিচের দিকে স্ক্রল করে আসার পর দেখবেন যে How You Get Message Requests নামের একটি সাবসেকশন রয়েছে।

এখান থেকে প্রতিটি অপশনকে আপনি Dont Receive Requests করে রাখতে পারেন। তাহলে আপনাকে আর কেউই মেসেজ রিকোয়েস্ট দিতে পারবে না।

এই সকল অপশনে যদি Dont Receive Request করে রাখেন তাহলেই ব্যাস! এখন থেকে ফ্রেন্ডলিস্টের বাইরে থেকে আর কেউ আপনাকে মেসেজ দিতে পারবে না।

মোবাইল

যদি মোবাইল থেকে মেসেজ রিকোয়েস্ট অপশনটি বন্ধ করতে চান তাহলে আপনার স্মার্টফোনের মেসেঞ্জার অ্যাপে চলে যান। তারপর আপনার প্রোফাইল পিকচারের উপর ট্যাপ করুন।

নিচের দিকে স্ক্রল করে Privacy অপশনে ট্যাপ করুন।

তারপর মেসেজ ডেলিভারি অপশনে ট্যাপ করুন।

মেসেজ ডেলিভারি সেকশন থেকে আপনার পছন্দমতো অপশনগুলোকে Dont Receive Requests করে দিন।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here