31 C
Dhaka
Tuesday, March 19, 2024

ফেসবুক একাউন্ট চিরতরে ডিলেট করবেন যেভাবে

- Advertisement -

আপনি যদি না জেনে থাকেন তাহলে জেনে নিন, ফেসবুক কিন্তু এখন আর শুধু সোশিয়াল নেটওয়ার্কিং সাইটের মধ্যেই সীমাবদ্ধ নয়। এ বছরের Cambridge Analytica স্ক্যান্ডাল ঘটার পর থেকে অনেকেই বলছেন যে ফেসবুক তাদের ব্যবহারকারীদের ডাটাকে বিক্রি করে অর্থ উপার্জন করে থাকে। মানে ফেসবুক এখন সোশিয়াল নেটওয়ার্কই নয় বরং এটা এখন একপ্রকার surveillance company তে পরিণত হয়ে গিয়েছে। তবে আজকের পোষ্টে এই বিষয়টি নিয়ে কথা বলতে আসিনি। অনেক সময় আমাদের অনেকেই চান ফেসবুকের দুনিয়া থেকে চলে আসতে। অনেকেরই হয়তো ফেসবুকের কারণে পড়াশোনায় ক্ষতি হয় আবার অনেকেই বিভিন্ন কারণে ফেসবুক ছেড়ে অনান্য সোশাল প্লাটফর্মে বেশি সময় কাটাতে পছন্দ করেন। তবে এক্ষেত্রে অধিকাংশ মানুষেই বিভিন্ন সময় ফেসবুক একাউন্ট ডিএক্টিভেট (deactivate) করে থাকে। তবে তাদের অনেকেই জানেন না যে ফেসবুক একাউন্ট পুরোপুরি ভাবে ডিলেট করে দেওয়া যায়। আজ এই বিষয় নিয়েই আলোচনা করবো। যারা ফেসবুক থেকে একেবারেই চলে যেতে চান তাদের জন্য আমার আজকের পোষ্টটি বেশ কাজে দিবে।

ফেসবুক ডাটার ব্যাকআপ

ফেসবুক জীবনকে টাটা বাই বাই করার আগে আপনার অবশ্যই ফেসবুক ডাটার ব্যাকআপ নিয়ে রাখা উচিত। কারণ দেখা গেল ভবিষ্যৎতে কোনো কারণে ফেসবুকের ডাটাগুলো আপনার হঠাৎ কাজে লাগতে পারে। আপনার ফেসবুক আইডির ডাটাগুলোর ব্যাকআপ যেভাবে নিবেন:

- Advertisement -
  • ১) ফেসবুক থেকে Settings য়ে যান
  • ২) জেনারেল ট্যাবে থাকা অবস্থায় Download a copy of your Facebook data অপশনে ক্লিক করুন
  • ৩) Start My Archive য়ে ক্লিক করুন

  • ৪) এখানে এসে আপনার ফেসবুক একাউন্টের পাসওর্য়াড লিখুন এবং Submit য়ে ক্লিক করুন।
  • ৫) সর্বশেষে Request My Download Box ঘরে Download Archive য়ে ক্লিক করুন।

এবার ফেসবুক আপনার আইডির সকল ডাটাকে কালেক্ট করা শুরু করবে এবং আকার্ইভ ফাইলটি আপনার আইডির রেজিস্টার্ট করা ইমেইলটিতে পাঠিয়ে দিবে। উল্লেখ্য যে ইমেইল আইডি ছাড়া খোলা ফেসবুক একান্টের আপনি ব্যাকআপ নিতে পারবেন না।

ফেসবুক আইডি ডিএক্টিভেট

ফেসবুকে আইডি ডিএক্টিভেট করা বেশ সহজ। আপনারা অনেকেই বলবেন যে এই সহজ জিনিসটি আমি আমার এই পোষ্টে দিলাম কেন। কারণ অনেকেই দরকারের সময় এই সহজ জিনিসটিই খুঁজে পান না এবং অনেকেই এখনো ফেসবুকের এই ফিচারের ব্যাপারে অবগত নন। যেহেতু আইডি ডিলেট করা নিয়ে লিখছি তাই ভাবলাম এই সহজ জিনিসটি  এড করে দিয়ে পোষ্টটিকে স্বয়ংসম্পূর্ণ করে দেই। ফেসবুক আইডি Deactivate করার জন্য যা যা করবেন:

- Advertisement -
  • ১) Settings অপশনে চলে যান
  • ২) বাম দিকের প্যানেল থেকে General ট্যাবে ক্লিক করুন। আগে ফেসবুক একাউন্ড ডিএক্টিভেট করতে হতো সিকুরিটি পেজ থেকে যা এখন Security and Login হিসেবে নাম পরিবর্তন করেছে ফেসবুক।
  • ৩) জেনারেল ট্যাবে এসে Manage Account অপশনে ক্লিক করে Deactivate your account য়ে ক্লিক করুন।

  • ৪) এবার আপনি কেন আপনার ফেসবুক একাউন্ট ডিএক্টিভেট করতে চান সেটা অপশন থেকে সিলেক্ট করে দিন এবং Deactivate বাটনে ক্লিক করুন, আপনি ফেসবুক থেকে লগ আউট হয়ে যাবেন এবং আপনার একাউন্টটি ডিএক্টিভেট হয়ে যাবে।
  • ৫) ডিএক্টিভেট একাউন্ট পুনরায় একটিভ করার সময় জাস্ট ওই একাউন্টে লগ ইন করুন তাহলেই  একাউন্ট পুনরায় একটিভ হয়ে যাবে।

চিরতরে ফেসবুক একাউন্ট ডিলেট

এবার পোষ্টের মূল বিষয়ে চলে আসি। ফেসবুক একাউন্ট চিরতরে ডিলেট করার আগে নিশ্চিত হয়ে নিন যে আপনার ইমেইলে ব্যাকআপ ডাটাটি এসেছে কিনা। ব্যাকআপ ডাটার ইমেইলটি না আসা পর্যন্ত অপেক্ষা করুন। তারপর ফেসবুক একাউন্ট ডিলেট করার জন্য নিচের পদক্ষেপগুলো অনুসরণ করুন:

  • ১) আপনার ফেসবুক একাউন্টে লগ ইন করুন।
  • ২) লগইন করার পর নিচের লিংকে চলে যান:

https://www.facebook.com/help/delete_account

- Advertisement -

  • ৩) লিংকে অনেকগুলো অপশন পাবেন, সেখান থেকে Delete My Account অপশনে ক্লিক করুন
  • ৪) এবার একটি পপ আপ বার্তা আসবে, এখানে Delete My Account বাটনে ক্লিক করলে পরবর্তী ধাপে আপনি চলে যাবেন।

৫) এর পরের ধাপ বা ধাপগুলো আমি এখানে দেখাতে পারছি না কারণ আমি আমার ফেসবুক আইডি ডিলেট করতে চাই না (লুল)। যারা আসলেই ডিলেট করতে চান তারা নিজেদের আইডি দিয়ে ট্রাই করতে পারেন।

শেষ কথা

কৌতুহলের বশে কিংবা শিক্ষার জন্য ভূলেও কেউ আজকের পোষ্টে দেখানো পদ্ধতিটি ট্রাই করতে যাবেন না যেন। আর হ্যাঁ একটি কথা বলে রাখি তা হলো ফেসবুক একাউন্ট ডিএক্টিভেট করার পর যদি মনে করেন যে আগের একাউন্টে ফিরে যাবেন তাহলে আপনি ইমেইল/মোবাইল নাম্বার ও পাসওর্য়াড দিয়ে স্বাভাবিক ভাবে ফেসবুকে লগ ইন করলেই আবারো একটিভ করতে পারবেন। তবে একবার ফেসবুক একাউন্ট ডিলেট করে ফেললে পরবর্তীতে কিন্তু কোনো ভাবেই ফেসবুক একাউন্টে প্রবেশ করতে পারবেন না। পরে আবারো আপনাকে নতুন করে ফেসবুক একাউন্ট খুলে নিতে হবে। মনে রাখবেন যে আপনার ফেসবুক একাউন্ট ডিলেট করার জন্য ৯০ দিন বা ৩ মাসের সময় নেবে ফেসবুক কর্তপক্ষ। এর মাঝে আপনার একাউন্টটি ডিএক্টিভেট অবস্থায় থাকবে তাই একাউন্ট লাইভ থাকা নিয়ে চিন্তা করতে হবে না আপনাকে । ৯০ দিন সময় লাগবে কারণ এ যাবৎকালে আপনার সকল মেসেজ, ফটো, ভিডিও, পোষ্ট, লাইকস, কমেন্টস সহ যাবতীয় সব কিছুই মুছে দিতে হবে তাই। তবে আপনার পাঠানো মেসেজগুলো যাকে আপনি পাঠিয়েছেন তার একাউন্ট থেকে মেসেজগুলো কিন্তু ডিলেট হবে না। আশা করবো যারা যারা ফেসবুক একাউন্ট একদমই ডিলেট করে ফেলতে চান তাদের জন্য আমার আজকের পোষ্টটি কাজে আসবে। পোষ্টে যদি কোনো কিছু মিস করে যাই তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে তা জানিয়ে দিতে পারেন।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here