29 C
Dhaka
Wednesday, April 24, 2024

আসছে Ryzen 5 7500F

Microcenter Exclusive হিসেবে আরো লঞ্চ হচ্ছে Ryzen 5 5600X3D

- Advertisement -

শোনা যাচ্ছে যে এই সপ্তাহে আরো একটি প্রসেসর লঞ্চ করতে যাচ্ছে AMD। Ryzen 7000 সিরিজের Ryzen 5 Subcategory তে থাকা এই প্রসেসরটির মডেল Ryzen 5 7500F। একই সাথে মাইক্রোসেন্টার এক্সক্লুসিভ হিসেবে লঞ্চ হতে যাচ্ছে Ryzen 5 5600X3D।

 

- Advertisement -

Ryzen 5 7500F, F suffix যুক্ত প্রথম AMD Ryzen প্রসেসর??

AMD এর ক্ষেত্রে এই বিষয়টি ছিল অন্যরকম। Ryzen যুগে এসে শুধুমাত্র G Prefix যুক্ত প্রসেসরগুলোতেই Graphics থাকতো যাকে APU বলেও চিনি আমরা। অন্য সকল প্রসেসরে কোনো ধরনের ইন্টারনাল গ্রাফিক্স ছিল না। তবে Ryzen 7000 সিরিজে অবশ্য প্রতিটি প্রসেসরেই ইন্টিগ্রেটেড গ্রাফিক্স দেওয়ার কথা বলেছিল AMD।

তবে হঠাত করে Ryzen 5 7500 লঞ্চ এর সিদ্ধান্ত নিয়েছে AMD, এখানে থাকবে না কোনো ইন্টিগ্রেটেড গ্রাফিক্স। সম্ভবত  যাতে কোনো ধরনের ভুল বোঝাবুঝি সৃষ্টি না হয় , সেজন্যই একটি নতুন suffix যুক্ত করেছে তারা। এই প্রসেসরটি একটি ৬ কোর ১২ থ্রেডের প্রসেসর। অন্যান্য স্পেকস সম্পর্কে সামান্যই জানা গিয়েছে এখন। এটির বুস্ট ক্লক হতে পারে ৫ গিগাহার্জ, অর্থাৎ Ryzen 5 7600 থেকে ১০০ মেগাহার্জ কম ও ৩৮ মেগাবাইট এর লেভেল ২+৩ ক্যাশ থাকতে পারে এই প্রসেসরে। দাম নিয়েও সেরকম কোনো তথ্য পাওয়া যায়নি। তবে হয়তো ১৮০-২০০ ডলার এর মধ্যেই এর প্রাইসিং হতে পারে বলে আমাদের ধারণা।

- Advertisement -

আমরা F suffix এর প্রসেসর এখন পর্যন্ত শুধুমাত্র Intel এর ক্ষেত্রেই দেখে এসেছি এতদিন। ইন্টেল প্রায় প্রতিটি Desktop প্রসেসরেরই দুটি করে ভ্যারিয়েন্ট লঞ্চ করে যেখানে F suffix যুক্ত প্রসেসর গুলোকে সাধারণ প্রসেসর থেকে আলাদা করা হয় Integrated graphics এর উপস্থিতির উপর ভিত্তি করে। যেমন Core i5 12400F, 12600KF, 13900KF, 13400F ইত্যাদি প্রসেসরগুলোতে Integrated graphics থাকে না। অন্যদিকে বাকি প্রসেসরগুলোতে তা আবার থাকে।

Zen3 এর আরো একটি X3D প্রসেসরঃ আসছে Ryzen 5 5600X3D

Zen4 এর যুগে হঠাত AMD বাজারে ছাড়তে চলেছে Zen3 এর আরো একটি 3D V-Cache যুক্ত প্রসেসর। Ryzen 5 5600x এর X3D ভার্সন Ryzen 5 5600X3D আসতে চলেছে। তবে এই প্রসেসরটি সব রিটেইল শপ,অনলাইন স্টোরে পাওয়া যাবে না, AMD এর এই নতুন প্রসেসেসরটি শুধুমাত্র Microcenter এই এভেইলেবল থাকবে। অর্থাৎ যাদের বাইরে থেকে বন্ধু বা আত্মীয় দ্বারা প্রোডাক্ট আনানোর সুযোগ রয়েছে তারা এই প্রসেসরটির দিকে নজর দিতে পারেন।।

- Advertisement -

প্রসেসরটির মাইক্রোসেন্টার প্রাইস ২৩০ ডলার। অর্থাৎ বাংলাদেশে এটার দাম ২৭/২৮ হাজার টাকা হতে পারে।

link:Microcenter

এক নজরে 5600X3D

  • মোট ৯৬ মেগাবাইট লেভেল ৩ ক্যাশ। (5600X থেকে ৬৪ মেগাবাইট বেশি)
  • ১০৫ ওয়াটের TDP (5600x এর ৬৫ ওয়াট)।
  • বুস্ট ক্লক 4.4 Ghz,বেজ ক্লক 3.3 Ghz (বুস্ট ক্লক ২০০ মেগাহার্জ ও বেজ ক্লক অরিজিনাল্ 5600x হতে ৩০০ মেগাহার্জ কম)।

 

 

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here