28 C
Dhaka
Thursday, April 25, 2024

RX 7600 XT 16GB: লঞ্চ হতে পারে জানুয়ারিতেই

- Advertisement -

RX 7000 সিরিজের বেশ কিছু গ্রাফিক্স কার্ড সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য পাওয়া যাচ্ছে বেশ কিছুদিন যাবত।খুব সম্ভবত জানুয়ারিতে বেশ কিছু নতুন গ্রাফিক্স কার্ড 7000 সিরিজে যুক্ত হতে পারে।। আলোচনায় এবার এসেছে RX 7600 XT এর নাম।

16GB Memory দিয়ে আসছে RX 7600 XT?

EEC Filling এ এবার গিগাবাইট লিস্ট করেছে দুইটি মডেল এর RX 7600 XT । (1. Gaming, 2. Gaming OC) । লিস্টিং অনুসারে RX 7600 XT তে থাকতে পারে 16GB GDDR6 মেমোরি। এখনো পর্যন্ত বাকি স্পেসিফিকেশন সম্পর্কে কোনো ধরণের ধারণা, আভাস পাওয়া যায়নি।। উল্লেখ্য, পূর্বের লিস্টিং গুলো অনুসারে RX 7600 XT তে 10 বা 12 গিগাবাইট মেমোরি থাকার কথা ছিল।

- Advertisement -

RX 7600 270 ডলারে লঞ্চ হয়েছিল, সেক্ষেত্রে RX 7600 XT এর দাম 320-350 ডলার হতে পারে আশা করা যায়।। যদি RX 7600 এর NAVI 33 এর বদলে NAVI 32 জিপিইউ ব্যবহার করে AMD , সেক্ষেত্রে কোর সংখ্যা, মেমোরি স্পিড, ইন্টারফেস এও থাকবে বড় ধরনের পরিবর্তন। হয়তবা PCIe 4×16 লেন এর সম্পূর্ণটাই ব্যবহার করা হতে পারে সেক্ষেত্রে। RX 7700 XT লঞ্চ হয়েছিল 450 ডলারে, সেক্ষেত্রে AMD যদি 7700 non XT লঞ্চ করতে চায়,তাহলে 7600 XT এর দাম 350 ডলার এর বেশি হওয়ার যৌক্তিক কোনো কারণ নেই।

উল্লেখ্য,পূর্বের রিউমার অনুসারে জানুয়ারির 24 তারিখে লঞ্চ হতে পারে RX 7600 XT। থাকবে না কোনো Reference Model । সেক্ষেত্রে সম্ভাবনা রয়েছে যে CES এর ইভেন্টেই এনাউন্সড হবে এই গ্রাফিক্স কার্ডটি।

- Advertisement -

EEC ফিলিং এ এর আগে arctek ও লিস্ট করেছিল বেশ কিছু জিপিইউ যার মধ্যে RX 7600 XT ছাড়াও Radeon RX 7700 ও 7800 ও ছিল।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here