38 C
Dhaka
Friday, April 26, 2024

RTX 40 Super সিরিজের confirmed specs জেনে নিন

- Advertisement -

RTX 40 Super সিরিজের লঞ্চ হবে ২০২৪ সালের জানুয়ারি মাসের পুরোটা জুড়েই । এর আগেই নিশ্চিত হওয়া গিয়েছে এই সুপার লাইনআপের সবগুলো জিপিইউ এর পুর্ণাঙ্গ স্পেসিফিকেশন। চলুন একে একে জেনে নেওয়া যাক জিপিইউ গুলোর খুটিনাটি সমস্ত কিছু।

RTX 4070 Ti Super

লাইনআপের সবথেকে অদ্ভুত নাম এর জিপিইউ এটা। একটা সময় পর্যন্ত এটা নিয়ে দ্বিধা দ্বন্দ্ব ছিল সবার মাঝে যে আদৌ এরকম কোনো জিপিইউ আসবে কি না।  এটার পারফর্মেন্স ও স্পেসিফিকেশন RTX 4070 Ti থেকে বেশ কিছুটা উপরের দিকে কিন্ত RTX 4080 এর থেকে নিচে রাখা হয়েছে। অর্থাৎ ৪০৭০ টি আই এর থেকে পাওয়ারফুল হলেও এটার পারফর্মেন্স ৪০৮০ এর সমান হবে না, কাছাকাছি হতে পারে, তবে তা কতটুকু তা প্রাইসিং দেখে ও লঞ্চের পর বোঝা যাবে। উল্লেখ্য, ৪০৭০ টিআই সুপার তে 4070 ti এর একই বোর্ড এর ভিন্ন ভ্যারিয়েন্ট ব্যবহার করা হলেও জিপিইউ ব্যবহার করা হয়েছে সম্পুর্ণ আলাদা। AD103 এর ভিন্ন ভিন্ন ভ্যারিয়েন্ট RTX 4080-X SKU, অর্থাৎ ৪০৮০,৪০৮০ সুপার এ ব্যবহার করা হলেও এবার এই AD103 এর একটি ভ্যারিয়েন্ট এনভিডিয়া ব্যবহার করেছে RTX 4070 Ti Super এ।উল্লেখ্য, আসন্ন 4070 Super সহ ৪০৭০ বেজ ভ্যারিয়েন্ট ও ৪০৭০ টি আই তেও AD104 জিপিইউ রয়েছে। যাই হোক RTX 4070 Ti  এর বাকি স্পেসিফিকেশন গুলো হলোঃ

- Advertisement -
  • AD103-275 GPU, PG141 Board
  • 8484 টি CUDA Cores রয়েছে এতে, অন্যদিকে 4070 ti তে কুডা কোর এর সংখ্যা ছিল ৭৬৮০ টি। আবার 4090 তে কুডা কোর রয়েছে ৯৭২৮ টি ।
  • 4070 Ti এর ১২ গিগাবাইট GDDR6X মেমোরির স্থলে 4070 Ti রয়েছে 4080 এর সমান 16GB GDDR6X । ও ২১জিবিপিএস মেমোরি ক্লক।
  • 4070 এর অন্যান্য GPU এর ১৯২ বিট মেমোরি ইন্টারফেস এর বদলে এখানে রয়েছে 256-Bit এর মেমোরি।
  • ২৩৪০ মেগাহার্জ বেস ক্লক ও ২৬১০ মেগাহার্জ বুস্ট ক্লক।
  • ৪০৭০ টি আই এর সমান ২৮৫ ওয়াট TGP।
  • ৫০৪ জিবিপিএস এর স্থলে 672GB/s bandwidth ।
  • ৪০৭০ টি আই এর দাম ৮০০ ডলার ও ৪০৮০ এর দাম ১২০০ ডলার, এর মাঝামাঝি হয়তো ১০০০ ডলার এ পাওয়া যাবে ৪০৭০ টি আই সুপার।

RTX 4070 Super

RTX 4070 Super এর স্পেসিফিকেশন,অবস্থান মোটামুটি সোজাসাপ্টা। দাম ও শক্তির দিক দিয়েও এটা RTX 4070 থেকে উপরে, 4070 Ti Super থেকে নিচে অবস্থান করবে। PG141 Board ও AD104-350 ব্যবহার করা হয়েছে।। দাম নির্ধারিত হতে পারে ৪০৭০ টি আই ও ৪০৭০ এর মাঝামাঝি। ৪০৭০ টি আই ও ৪০৭০ সুপার এর মধ্যে বেশিরভাগ স্পেসিফিকেশনেই কোনো পার্থক্য নেই। পার্থক্যের সবথেকে বড় জায়গা হলো জিপিইউ পাওয়ার ,বেস ক্লক স্পিড ও বুস্ট ক্লক স্পিডে।স্পেসিফিকেশন গুলো নিচে দেওয়া হলোঃ

  • ৭১৬৮টি কুডা কোর (4070 ti Super এর কাছাকাছি)
  • 1980 MHz base clock ,2475 MHz boost clock (একই বুস্ট ক্লক ,কিন্ত বেইস ভ্যারিয়েন্ট থেকে বেইস ক্লক স্পিড সামান্য বেশি)।
  • মেমোরির স্পিড,ক্যাপাসিটি,ব্যান্ডউইডথ সবকিছুই হুবহ ৪০৭০ এর সমান (12GB-GDDR6X-21Gb/s-504 GB/s
  • 4070 এর ২০০ ওয়াট বোর্ড পাওয়ারের স্থলে ২২০ ওয়াট বোর্ড পাওয়ার।

4080 Super

সুপার ভ্যারিয়েন্টগুলোর মধ্যে সবথেকে দামী,শক্তিশালী ও হাই এন্ড জিপিইউ এখন পর্যন্ত এটাই হতে যাচ্ছে। তবে এখানে স্পেসিফিকেশনগুলোতে খুব বেশি পার্থক্য নেই। সেক্ষেত্রে পারফর্মেন্স এর পার্থক্য টাও হয়তো খুব বেশি হবে না।একই টিডিপিতে ৫% মত কুডা কোর বৃদ্ধি করে কোর ক্লক,বুস্ট ক্লক ইত্যাদি ২/৩% করে বাড়ানো হয়েছে।। এক নজরে স্পেকস-

- Advertisement -
  • 16GB GDDR6X মেমোরি।
  • ১০২৪০টি কুডা কোর।
  • ২৫৬ বিট মেমোরি বাস, ২৩ গিগাবিট/সেকেন্ড মেমোরি ক্লক ও ৭৩৬ গিগাবাইট/সেকেন্ড মেমোরি ব্যান্ডউইডথ।
  • ২২৯৫ মেগাহার্জ বেস ক্লক ও ২৫৫০ মেগাহার্জ বুস্ট ক্লক।

 

 

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here