29 C
Dhaka
Wednesday, April 24, 2024

11th Gen processor: সম্ভাব্য স্পেকস ও খুটিনাটি

- Advertisement -

10th জেন রিলিজের কয়েক মাস না পেরোতেই ইন্টেল ইতিমধ্যেই প্রস্ততি নিচ্ছে 11th জেন প্রসেসর এর। ইতিমধ্যেই বিভিন্ন সময় বিভিন্ন লিক এর মাধ্যমে বেশ কিছু তথ্য আমরা জানতে পেরেছি। চলুন দেখে নেওয়া যাক সর্বশেষ লিকের মাধ্যমে পাওয়া 11th Gen প্রসেসর এর স্পেসিফিকেশনস সম্পর্কিত তথ্য।

দুটি লাইনআপ?

শোনা যাচ্ছে যে লোয়ার বাজেট এর প্রসেসর অর্থাৎ Celeron,Pentium বা i3 প্রসেসরগুলোর ক্ষেত্রে নতুন করে Rocket Lake প্রসেসর আসবে না, Comet Lake এর রিফ্রেশ ভার্সন আসবে। এজন্য 11th Gen এর ক্ষেত্রেও এই সমস্ত প্রসেসরগুলোতে আমরা একই পরিমাণ কোর,থ্রেড দেখতে পাবো। তবে ক্লক স্পিডে অবশ্যই Core i3 প্রসেসরগুলোতে 200 থেকে 300 Mhz এর উন্নতি থাকবে। অপরদিকে Celeron,Pentium প্রসেসরগুলোতে ১০০-২০০ মেগাহার্জের ক্লক স্পিডের উন্নতি দেখতে পাবো আমরা।

- Advertisement -

এই Comet Lake ‘Refresh’ প্রসেসরগুলোর Graphics Specs ও থাকবে ২ ধরণের। UHD 630 তে থাকবে 24টি EU এবং 610 এ থাকবে 12টি EU। LGA1200 সকেট সম্বলিত 400 সিরিজ মাদারবোর্ডগুলোতেই চলবে 11th Gen প্রসেসরগুলো।

11th Gen Tiger Lake Processor Specs:

চাইনিজ নিউজ আউটলেট ijiandao এর তথ্য অনুসারে 11th Gen এর ১৩টি প্রসেসর সম্পর্কে জানা গিয়েছে। এর মধ্যে Core i5 এর প্রসেসর রয়েছে ৭টি। 11400,11500,11600 প্রতেকটির একটি করে T ভ্যারিয়েন্ট রয়েছে। এই T ভ্যারিয়েন্টটি মুলত Power Saving ভ্যারিয়েন্ট অর্থাৎ T ভ্যারিয়েন্টের প্রসেসরগুলোতে TDP কম থাকবে। প্রতিটি Core i5 প্রসেসরই 6/12 Core/Thread এর সাথে আসবে। থাকবে 12MB L3 Cache। T ভ্যারিয়েন্টগুলোর TDP মাত্র 35W এবং বাকিগুলোর TDP হবে 65W। তবে Core i5 11600k এর TDP হবে ১২৫ ওয়াট।

গ্রাফিক্স স্পেকস এর কথা বলতে গেলে এবার Intel Processorগুলোতে Intel Xe গ্রাফিক্স দেখা যাবে।তবে বিভিন্ন ভ্যারিয়েন্ট এ Execution Units এর সংখ্যা ভিন্ন হবে। 11400/T (24 Graphics EU) ছাড়া Core i5 ভ্যারিয়েন্টগুলোর মধ্যে বাকিগুলোর Graphics EU এর সংখ্যা ৩২টি। Core i7 এবং Core i9 প্রসেসরগুলোতেও থাকবে 32টি EUs।

- Advertisement -

11th Gen Core i5 Lineup:

Core i7 এবং Core i9 প্রসেসরগুলোতে ৮টি কোর এবং ১৬টি থ্রেড থাকবে। 11700 এবং 11900 এর একটি করে T,K ভার্সন সহ ৩টি ভার্সন থাকবে। এখানেও T variant গুলো হবে Power Saving। 35 65 এবং 125 W এর TDP দেখতে পাবো আমরা এই প্রসেসরগুলোতে। 16MB Cache মেমোরির সাথে 32 টি Graphics Execution Units থাকবে।

11th Gen Core i7 lineup:

- Advertisement -

Highlights:

  • New Cypress Cove architecture featuring Ice Lake Core architecture and Tiger Lake Graphics architecture.
  • Double-digit percentage IPC performance improvement
  • Better gen-on-gen performance
  • Up to 20 CPU Pcie 4.0 lanes
  • Intel UHD graphics featuring Intel Xe Graphics architecture
  • Intel Quick Sync video, offering better video transcoding and hardware acceleration for the latest codecs
  • New overclocking features for more flexible tuning performance
  • Intel Deep Learning Boost and VNNI support

11th gen Benchmarks, specs Leaks:

এর আগে (@harukaze5719) এর মাধ্যমে জানা গিয়েছে Core i9 11900k এর Boost Clock সহ বেশ কিছু স্পেসিফিকেশনঃ

উপরের স্ক্রিনশট থেকে দেখা যাচ্ছে Core i9 11900k এর Single-Core এ Boost Clock 5.3 GHz পর্যন্ত হতে পারে এবং All Core এর ক্ষেত্রে তা 4.8 Ghz। এছাড়া Core i7 11700K এর ক্ষেত্রে Single-Core boost 5Ghz এবং All Core এর ক্ষেত্রে 4.6 Ghz।

@TUM_APISAK এর Leak এর মাধ্যমে Ashes of The Singularity তে 11th Gen এর স্কোর বের হয়েছে বেশ কয়েকদিন আগেই। সেখানেও দেখা যাচ্ছে Ryzen 9 5950x থেকে বেশি স্কোর করেছে 11900K ।

CPU-Z Benchmark Leak:

11900 এর Engineering Sample এর CPU-Z স্কোর ও লিক হয়েছে অতি সম্প্রতি। সেখানে Single Core এ 582 এবং Multi-Core এ 5262 points পয়েন্ট স্কোর করতে দেখা গিয়েছে Core i9 11900 কে। প্রসেসরটি MSI এর Mini-ITX ফর্ম ফ্যাক্টরের Z490(সম্ভবত Unify) মাদারবোর্ডে টেস্টিং হয়েছিল।

আপনার পিসিতে কি Heating সমস্যা রয়েছে, সেক্ষেত্রে নিচের পোস্টটি থেকে পেতে পারেন বেশ কিছু সমাধানঃ

Heating Issue: কিছু কারণ ও সমাধান

 

- Advertisement -

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here