29 C
Dhaka
Friday, May 3, 2024

Launch হলো RX 7700 XT ও RX 7800 XT

- Advertisement -

Gamescom এর ইভেন্টে AMD লঞ্চ করেছে RDNA3 বা Radeon RX 7000 সিরিজের দুটি হায়ার মিডরেঞ্জ গ্রাফিক্স কার্ড ,Radeon RX 7700 XT ও RX 7800 XT । একই ইভেন্টে AMD আরো এনাউন্স করেছে 7000 সিরিজের ফ্লাগশিপ Radeon RX 7900 XTX  এর Avatar: Frontiers of Pandora নামের একটি Limited Edition ভার্সন ।

Radeon RX 7700 XT & RX 7800 XT Specs

- Advertisement -

AMD এর লঞ্চ করা গ্রাফিক্স কার্ড দুটির স্পেসিফিকেশন চলুন জেনে নেওয়া যাক। Radeon RX 7800 XT ও RX 7700 XT, দুটি গ্রাফিক্স কার্ড ই NAVI 32 GPU এর XT ও XL ভ্যারিয়েন্ট ফিচার করছে। অন্যান্য RDNA3 GPU এর মত এগুলোও TSMC এর N6 ডাই এ প্রস্তত। দুটি জিপিইউ তে যে বিষয়গুলো অভিন্ন রয়েছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ২টি 8 Pin কানেক্টর ,PCIe 4×16 Interface।।

RX 7800 XT তে রয়েছে ৬০ টি CU বা GPU Cluster, অন্যদিকে 7700 XT তে CU এর সংখ্যা এর থেকে ৬টি কম, অর্থাৎ ৫৪ টি। অন্যান্য কনফিগারেশন গুলোর ক্ষেত্রেও দুটি গ্রাফিক্স কার্ডের পার্থক্য খুব বেশি নেই। যেমন Streaming Processors, 7800 XT তে আছে 3840 টি, 7700 XT তে আছে 3456 টি। একইভাবে বুস্ট ক্লক স্পিডের পার্থক্য ও মাত্র ১০০ মেগাহার্জ। অবশ্য 7700 XT এর boost clock ই অদ্ভুতভাবে বেশি 7800 XT থেকে, (2.5 Ghz)।

- Advertisement -

মেমোরি কনফিগারেশন এর দিকে যদি আলোকপাত করি, 7800 XT, 7700 XT তে যথাক্রমে ১৬ গিগাবাইট ও ১২ গিগাবাইট এর GDDR6 মেমোরি দিয়েছে AMD। মেমোরি স্পিড এর পার্থক্য ও খুবই কম, 19.5 GB/s ও 18GB/s।

RX 7800 XT তে ২৫৬ বিট মেমোরি বাসের মেমোরি রান করবে 624 GB/s ব্যান্ডউইডথ এ ও RX 7700 XT এর ক্ষেত্রে তা ১৯২ বিট , 432 GB/s ।

RX 7700 XT & RX 7800 XT Performance

চলুন AMD এর দেখানো অফিশিয়াল কিছু পারফর্মেন্স চার্ট দেখে নেওয়া যাক। এই চার্টগুলো তে দেখা যাচ্ছে RX 7700 XT কে মুলত RTX 4060 Ti এর প্রতিদ্বন্দ্বী হিসেবে লঞ্চ করতে চাচ্ছে AMD। Specs, বিশেষ করে Memory configuration ও PCIe interface এর দিক দিয়ে 7700 XT বেশ শক্তিশালী মনে হচ্ছে। এই বেঞ্চমার্ক গুলোতেও দেখা যাচ্ছে RTX 4060 Ti কে অনেকগুলো টাইটেলেই ৯ থেকে ৩১% পর্যন্ত এগিয়ে রয়েছে গড়ে RX 7700 XT। যা এই বাজেটের গেমারদের জন্য নতুন আশার সঞ্চার করতে পারে। কারণ বেশিরভাগ মানুষই 4060 Ti এর স্পেকস,পারফর্মেন্স ও দাম নিয়ে বিরক্ত।

- Advertisement -

আবার, RX 7800 XT কে RTX 4070 কে থামানোর জন্য বাজারে আনা হচ্ছে এ কথা বলাই যায় চার্ট গুলো দেখে।চার গিগাবাইট বেশি মেমোরি ও গড়ে ভালো পারফর্মেন্স দিয়ে এখানেও বাজার মাতাতে চায় AMD ।যদিও 4060 Ti এর বিপরীতে RX 7700 XT কে যেরকম ছড়ি ঘোরাতে দেখা গিয়েছে ,এখানে অবশ্য ব্যবধান অত বেশি নয়, এমনকি রে ট্রেসিং এ বেশ কিছু গেমে ৯-১৮% পর্যন্ত পিছিয়ে রয়েছে এটি।

দুটি কার্ডকেই তারা 1440p Card বলেই প্রচার করছে। অর্থাৎ NVIDIA এর 400 ,500 ডলারের GPU কে 1080p Gaming এর তকমা দেওয়ার ব্যাপারটা থেকে শিক্ষা নিয়েছে AMD ।  দেখা যাক এই আত্মবিশ্বাস কতদিন থাকে, 3rd party review গুলোতে কতটা সন্তষজনক পারফর্মেন্স দিতে পারে RX 7700 XT ও RX 7800 XT।

Radeon RX 7700 XT & RX 7800 XT Price:

RX 7700 XT, 7800 XT এর একই জিপিইউ ,কাছাকাছি মানের স্পেসিফিকেশন দেখেছি আমরা। এর প্রতিফলন এর দামেও দেখতে পাওয়া যাচ্ছে। দুইটি জিপিইউ এর দামের পার্থক্য মাত্র ৫০ ডলার। RX 7700 XT এর দাম নির্ধারণ করা হয়েছে ৪৫০ ডলার, আর 7800 XT এর জন্য গুনতে হবে আরো ৫০ ডলার বেশি।

অর্থাৎ RTX 4060 Ti এর দুটি ভ্যারিয়েন্ট এর ঠিক মাঝখানে প্রাইসিং করা হয়েছে RX 7700 XT এর, VRAM ও ৮ ও ১৬ গিগাবাইট এর মাঝামাঝি,১২ গিগাবাইট। তবে পারফর্মেন্স হিসেব করলে 1st party claim এ 7700 XT ই বেশ এগিয়ে আছে। মেমোরি কনফিগারেশন এর দিক দিয়েও। এছাড়া AMD এর ঘন ঘন প্রাইস ড্রপের ফলে হয়তো কয়েক মাস পর এটা ৪০০ ডলারেও নেমে আসতে পারে, অস্বাভাবিক কিছু নয়। সেক্ষেত্রে আরো অসাধারণ ডিলে পরিনত হবে RX 7700 XT।

অন্যদিকে, RX 7800 XT এর পার্ফরমেন্স RX 4070 থেকে বেশি ভালো,দাবি AMD এর। এখানেও ১০০ ডলার কম প্রাইসিং করে Value এর দিক দিয়ে চ্যাম্পিয়ন হতে চেয়েছে AMD, উদ্দেশ্য টা স্পষ্ট।

RX 7700 XT & RX 7800 XT Launch Date: কবে পাওয়া যাবে?

দুটি কার্ডই সেপ্টেম্বরের ৬ তারিখ বিশ্বব্যাপী লঞ্চ হবে। আমাদের দেশের ইম্পোর্টারদের কল্যাণে হয়তো সেদিনই বা এক দুইদিনের মধ্যে আমরাও এগুলোকে দেশের বাজারে আসতে দেখতে পারি।

অন্যান্য Radeon GPU আসার সম্ভাবনা?

AMD এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট Scott Herkleman জানিয়েছেন যে RDNA3 এর ‘portfolio’ সম্পন্ন হয়ে গিয়েছে। অর্থাৎ RX 7000 লাইনআপ পুর্ণতা পেয়ে গিয়েছে। তাও প্রশ্ন থেকেই যায়, তাহলে কি Non xt কার্ডগুলো আমরা দেখতে পাবো না। যেমন RX 7700, RX 7800। আবার RX 7600 এর ও কোনো XT ভার্সন আসেনি। কিংবা গত জেনারেশনের সাথে যদি তুলনা করি, XT,Non-xt এর সাথে xx50 XT জিপিইউ ও লঞ্চ করা হয়েছিল ৫,৬টি। সেগুলো কি আদৌ এই জেনারেশনে বাজারে আসবে কি না সেই প্রশ্ন থেকেই যায়। অন্তত নতুন Naming GRE (Golden Rabbit ) এর নামে হলেও এই কার্ড গুলো আসা উচিত।

যদিও আজকের আলোচ্য দুটি গ্রাফিক্স কার্ডের দামের পার্থক্য মাত্র ৫০ ডলার, এখানে Non XT/GRE কার্ড গুলো যদি আদৌ লঞ্চ হয়, প্রাইসিং কিভাবে সামঞ্জস্য করবে ,বাস্তবসম্মত করবে AMD, সেটাও একটা বড় প্রশ্ন।

RX 7900 XTX স্পেশাল এডিশনঃ

একই সাথে Avatar: Frontiers of Pandora Limited Edition নামে একটি স্পেশাল এডিশন গ্রাফিক্স কার্ড ও লঞ্চ করেছে AMD। এটা মুলত Avatar গেমটাকে উদযাপন করতেই লঞ্চ করেছে। যদিও এইটা কিভাবে কেনা যাবে, আদৌ কেনা যাবে কি না তার কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। ভিডিও টিজার অনুসারে এটা শুধুই প্রোমোশনাল আইটেম হিসেবেই থাকবে, বিভিন্ন competition,promotion এ giveaway করার জন্য।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here