26 C
Dhaka
Thursday, May 2, 2024

NVIDIA next-gen GeForce RTX 50 সিরিজের সম্ভাব্য GPU গুলো জেনে নিন

- Advertisement -

RTX 50 সিরিজ বা ADA LOVELACE এর উত্তরসুরীকে নিয়ে টুকটাক আলোচনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। লাইনআপে কোন কোন GPU থাকবে ,কোনটাই বা বাদ যাবে এ নিয়ে বিভিন্ন হিন্টস,অনুমান ,ধারণা দিতে শুরু করেছে Insider রা, leak-stars রা। আজকে কথা হবে সেগুলো নিয়েই।

 

- Advertisement -

X04 GPU থাকবে না, তার পরিবর্তে X05 থাকতে পারে

আমরা NVIDIA এর GPU নামকরণ এর পদ্ধতি মোটামুটি জানি সবাই ই। ADA LOVELACE সিরিজে সবথেকে শক্তিশালী বা টপ টিয়ার GPU এর নাম ছিল AD102, পর্যায়ক্রমে বাকিগুলো AD103,A04,106,1D107 এভাবে নামকরণ করা হয়েছিল।

এবার জানা যাচ্ছে যে RTX 50 সিরিজ বা ADA-Next এ AD104 এর কোনো উত্তরসুরী থাকবে না।অর্থাৎ AD104 এর পরবর্তী জেনারেশন আমরা দেখতে পাবো না। উল্লেখ্য যে, RTX 4070  AD104 GPU ফিচার করেছিল। এর পাশাপাশি RTX 4070 Ti, 4080 12GB ও AD104 চিপ এরই গ্রাফিক্স কার্ড। আবার ADA Lovelace বা RTX 40 সিরিজে ছিল না কোনো AD105 চিপ।একই কথা RTX 30 সিরিজ বা এম্পিয়ারের জন্য ও সত্য।

ADA NEXT বা RTX 50 সিরিজে অবশ্য প্রথমবারের মত  X05 চিপ থাকবে বলে শোনা যাচ্ছে। এনভিডিয়ার Hardware Leaker Kopitekimi এর মতে RTX 50 সিরিজের চিপগুলো হতে পারে- GB202, GB203, GB205, GB206, GB207 । এই চিপগুলোতে এখন পর্যন্ত RTX 4090 থেকে শুরু করে 4060 পর্যন্ত গ্রাফিক্স কার্ড প্রস্তুত করা হয়েছে ও লঞ্চ হয়েছে। RTX 4050 ভবিষ্যতে আসতেও পারে।

- Advertisement -

তবে আজকের লেখার আলোচ্য বিষয় যেটা, অর্থাৎ Next-gen chip, সেটা নিয়ে  এখনো অফিশিয়াল কোনো স্টেটমেন্ট, Leaks কিছুই আসেনি, আসার সময় ও হয়নি অবশ্য। তবে তাতে অবশ্য Kepler,Kopite,momomo_us, haruka প্রমুখ লিকস্টারদের ডিস্কাশন থেমে নেই।

Sebastian Castellanos যেমন RTX 50 সিরিজের মেমোরি জেনারেশন,দাম ,মেমোরি ইন্টারফেস কেমন হতে পারে নিচের কনফিগারেশন গুলোতে অনুমান করেছেন-

5060: 96-bit G6X $450

- Advertisement -

5070: 128-bit G6X $700

5080: 192-bit G6X $1400

5090: 256-bit G7 $2000

5090 Ti: 384-bit G7 $2500

Titan: 512-bit G7 $3000

Warren Tarbiat, নেক্সট-জেন চিপ গুলো নিয়ে তার মতামত নিম্নরুপ। তার প্রেডিকশনে আমরা Node,bus width ও ক্যাশ মেমোরির সাইজ সম্পর্কে একটা ধারণা পাচ্ছি।

GB202 – TSMC N3E, 512-bit bus, 64MB L2 cache.

GB203 – TSMC N3E, 384-bit bus, 48MB L2 cache.

GB205 – TSMC N4P/N4X, 256-bit bus, 32MB L2 cache.

GB206 – TSMC N4P/N4X, 192-bit bus, 24MB L2 cache.

GB207 – TSMC N4P/N4X, 128-bit bus, 16MB L2 cache.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here