26 C
Dhaka
Monday, March 18, 2024

RTX 2080 হচ্ছে GTX 1080 ti থেকে বেটার! 3DMark Timespy বেঞ্চমার্ক লিকড

- Advertisement -

Leaked Result Looks Impressive

যদিও আগামি মাসের ১৪ তারিখ পর্যন্ত এনভিডিয়ার নতুন জেনারেশনের RTX সিরিজের কার্ডের রিভিউ ও বেঞ্চমার্ক দেয়ার উপর NDA বা নিষেধাজ্ঞা রয়েছে, যারা রিভিউয়ার নয় তাদের উপর স্বাভাবিকভাবেই সেটা কাজ করবে না। এর আগে আন্সটেবল ড্রাইভার ব্যাবহার করে RTX সিরিজের গ্রাফিক্স কার্ডের বেঞ্চমার্ক টেস্ট ও লিক করা হলেও এবার প্রথম স্টেবল ড্রাইভার ব্যাবহার করে টেস্ট করিয়ে লিক করা হল এনভিডিয়ার RTX 2080 এর 3DMark Firestrike Ultra এবং Timespy (DX12) সফটওয়্যারের বেঞ্চমার্ক রেজাল্ট। যদিও এই বিষয়ে শিউর এখনো হওয়া যায় নি, টেস্টে কি শুধু CUDA কোরের পারফর্মেন্স দেখানো হয়েছে নাকি নতুন এড করা টিউরিং কোর বা টেন্সর কোরও ব্যাবহার করা হয়েছে।

রেজাল্ট থেকে টেস্ট সিস্টেম সম্পর্কে যতটুকু জানা গিয়েছে এতে ব্যাবহার করা হয়েছে Intel এর X299 প্ল্যাটফর্ম ও I7 7740X প্রসেসর।

- Advertisement -

RTX 2080 > GTX 1080 ti?

RTX 2080 এবং 2070 সম্পর্কে এখন পর্যন্ত যতটুকু জানা আছে, প্রত্যেকটি কার্ডে থাকবে ৮ জিবি জি ডিডিআর ৬ মেমোরি ও ৭০০০ মেগাহার্টজ মেমোরি স্পীড। যদিও টেস্টে অফিসিয়ালি RTX 2080 এর নাম নেই, ধরা যাক এটি হচ্ছে সেই কার্ড। রেজাল্ট থেকে অনুমান করা যাচ্ছে RTX 2080 একটি ওভারক্লকড GTX 1080 ti থেকে সামান্য বেশি পারফর্মেন্স দিতে পারবে এবং এরাউন্ড ৯৫% Titan XP এর পারফর্মেন্স দিতে সক্ষম। যদি এনভিডিয়ার তাদের জেনারশনভিত্তিক ৩০% পাওয়ার আপগ্রেড ট্রেন্ড চালিয়ে যায় তাহলে RTX 2080 হবে এনভিডিয়ার ডিরেক্ট কম্পিটিটর এ এম ডির RX Vega 64 কার্ডের চেয়ে ডাবল পাওয়ারফুল।

Graphics Card Model TineSpy Score
RTX 2080 8 GB 10030
Nvidia Titan Xp 12 GB 10180
GTX 1080 ti 11 GB 9520
GTX 1080 8 GB 7330
AMD RX Vega 64 8 GB 7240

সময় পেলে পড়ে আসতে পারেন এনভিডিয়ার RTX 2080 এর অফিসিয়াল বেঞ্চমার্ক রেজাল্টের আর্টিকেল।

Source: videocardz.com

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here