38 C
Dhaka
Tuesday, April 16, 2024

XFX Joins The Price Drop Band Wagon

- Advertisement -

আপনারা জানেন বেশ কিছুদিন ধরেই বাংলাদেশে বিভিন্ন ব্র্যান্ডের এনভিডিয়া ও এ এম ডির গ্রাফিক্স কার্ডের দাম লঞ্চ প্রাইসের কাছাকাছি নেমে এসেছে। স্যাফায়ার, এম এস আই, জোটাক ও আসুসের পর এবার বাংলাদেশের বাজারে দাম কমাল এ এম ডি এক্সক্লুসিভ জিপিউ ব্র্যান্ড XFX ।

জিপিউর বাজারে XFX একটি রিনাউন্ড ব্র্যান্ড। যদিও তারা এ এম ডি এক্সক্লুসিভ একটি ব্র্যান্ড, তাদের জিপিউতে সব সময়ই এক ধরণের নতুনত্ব দেখা যায়। এই জেনারেশনের উল্লেখযোগ্য ফিচার হচ্ছে ইজিলি রিমুভেবল ফ্যান। যার ফলে খুব সহজেই গ্রাফিক্স কার্ডকে ভাল করে পরিস্কার করতে পারবেন কোন ঝামেলা ছাড়াই।

- Advertisement -

গত কয়েক দিন আগেও XFX এর RX 570 ও 580 কার্ডগুলোর দাম ৪০ হাজার টাকার উপরে থাকলেও রিসেন্ট সময়ে আমরা বেশ বড় ধরণের প্রাইস ড্রপ লক্ষ্য করেছি। বাংলাদেশে আপাতত RX 570 এর একটি মডেল ও RX 580 এর দুটি মডেল অফিসিয়ালি এভেল্যাবল। নীচে জিপিউগুলোর নতুন দাম দেয়া হল।

Model Previous Price New Price
XFX AMD Radeon RX 570 RS 8GB XXX Edition ৪১,৫০০ টাকা ২৬,৩০০ টাকা
XFX RX 580 GTS XXX Edition 4GB DDR5 OC+ ৪০,৫০০ টাকা ২৫,২০০ টাকা
XFX RX 580 GTS XXX Edition 8GB DDR5 ৪৪,৫০০ টাকা ৩০,৩০০ টাকা

 

XFX এর সকল জিপিউ স্টার টেক এন্ড ইঞ্জিনিয়ারিঙ্গে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে ২ বছরের ওয়ারেন্টিসহ। কার্ডগুলো সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

- Advertisement -

এছাড়া Sapphire কার্ডের নতুন দাম জানতে ক্লিক করুন এখানে

এবং আসুসের জিপিউর নতুন দাম জানতে ক্লিক করুন এখানে

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here