29 C
Dhaka
Wednesday, April 24, 2024

Google Pixel 8 & 8 Pro: সম্ভাব্য Specs,Price,features

- Advertisement -

Apple এনাউন্স করেছে তাদের iPhone 15 Lineup । টেক জায়ান্ট গুগল ও বসে নেই। Google ও ঘোষণা দিয়ে রেখেছে তাদের জনপ্রিয় স্মার্টফোন Pixel সিরিজের পরবর্তী সংস্করণ এর ফোন।  অক্টোবরের ৪ তারিখে এনাউন্সড হবে Pixel 8 ও Pixel 8 Pro। সম্ভাব্য স্পেসিফিকেশন, ফিচার গুলো এক নজর দেখে নেওয়া যাক এবার।

উল্লেখযোগ্য যত পয়েন্টঃ

বিস্তারিত আলোচনার আগে আমরা এবারের Google Pixel 8 লাইনআপের আলোচিত বিষয়গুলো খুবই সংক্ষেপে চোখ বুলিয়ে নিতে পারি।

- Advertisement -
  • বরাবরের মতই Base version ও pro version থাকবে।
  • সম্পুর্ণ নতুন চিপসেট ফিচার করবে দুটি ফোনই।
  • সম্পুর্ণ নতুন প্রাইমারী ক্যামেরা থাকবে দুটি ফোনেই।
  • অনুমান করা হচ্ছে Jade, Licorice, Porcelain, and Sky, এই চারটি কালারে আসবে Pixel 8 Proডিভাইস গুলো ।
  • আগের বছরের পিক্সেল ডিভাইসগুলোর তুলনায় দাম বাড়তে পারে।
  • বেইস পিক্সেল বা Pixel 8 এর ডিজাইনে তেমন কোনো পরিবর্তন আসবেনা।
  • যদিও প্রো মডেলের ডিজাইনে বেশ কিছু পরিবর্তন দেখা যাবে।
  • অনেকদিন পর Google Camera App এ বড়সর পরিবর্তন দেখা যেতে পারে।
  • Pixel 8 Pro তে থাকবে একটি IR Thermometer । যেটা দিয়ে শরীরের তাপমাত্রা মাপা যাবে।

Pixel 8 and 8 Pro: SoC Specs

এখন পর্যন্ত যা যা তথ্য পাওয়া গিয়েছে, তার ভিত্তিতে বলা যায় যে Pixel 8 ও 8 Pro তে একই প্রসেসর থাকবে। সম্পুর্ণ নতুন Google Tensor G3 প্রসেসর থাকবে Pixel 8 ও 8 Pro তে। এটা একটা 4nm Node এ প্রস্তত প্রসেসর । Apple এর মত hexa core কিংবা Snapdragon, Exynos এর মত Octa core নয়, বরং এই প্রসেসরটির কোর কনফিগারেশন কিছুটা উদ্ভট, ৯ কোর এর প্রসেসর। Gsmarena এর স্পেকস অনুসারে এতে থাকবে একটি ৩ গিগাহার্জের  Cortex-X3 কোর, 2.45 GHz এর ৪টি Cortex-A715 কোর ও 2.15 GHz এর আরো চারটি Cortex-A510 কোর। জিপিইউ হিসেবে এতে থাকবে Immortalis-G715s MC10।

UFS 4.0 revision এর স্টোরেজ থাকবে ১২৮-২৫৬-৫১২ (only pro model) গিগাবাইটের । প্রত্যেক ক্ষেত্রেই র‍্যাম থাকবে ১২ গিগাবাইট ।

Pixel 8 and 8 Pro rumored camera specs

Android Authority এর মতে দুটি ফোনের প্রাইমারী ক্য্যামেরা হিসেবে Isocell GN2 সেন্সর থাকবে।Pixel 7A তে ব্যবহ্বত ৬৪ মেগাপিক্সেল এর IMX787 থাকতে পারে Ultrawide হিসেবে। আর Pixel 8 Pro তে তৃতীয় ক্যামেরা হিসেবে থাকবে 48 মেগাপিক্সেল এর Samsung GM5 টেলিফটো লেন্স।

- Advertisement -

ফ্রন্ট ক্যামেরাতে অবশ্য আগের মতই Samsung 3J1 ১১ মেগাপিক্সেল শুটার উপস্থিত থাকবে।

Google Pixel 8 and 8 Pro Design and display specs:

Pixel 8 ও 8 Pro এর ডিজাইন কেমন হবে তার কিছুটা ধারণা পেতে পারেন sneak peak video এবং এই স্ক্রিনশট থেকে। দুটি কালার দেখা যাচ্ছে ভিডিও ও ছবিতে।

- Advertisement -

Pixel 8  এর ডিসপ্লে সাইজ কমে 6.1 Inch এ চলে আসতে পারে এবার। তবে হাই রিফ্রেশ রেট থাকতে পারে।

অন্যদিকে Pixel 8 Pro তে ডিসপ্লে সাইজ ও রিফ্রেশ রেট আগের মত থাকলেও রেজুলুশন ও ব্রাইটনেসে উন্নতি দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে।

Pixel 8 and 8 Pro Battery

Pixel 8 এ প্রায় 4500 Mah ব্যাটারি ও 8 Pro তে থাকবে প্রায় 5000 Mah ব্যাটারি।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here