32 C
Dhaka
Thursday, April 25, 2024

CORSAIR Force MP510 240GB NVMe PCIe Gen3 x4 M. 2 SSD রিভিউ

- Advertisement -

আসসালামু আলাইকুম, বর্তমানে পিসিরে জন্য SSD কতটা দরকারি তা নতুন করে বলার প্রয়োজন নেই। একটি সাধারণ SSD পিসিকে কতটা ফাস্ট রান করে তা যারা ব্যবহার করেছে তারাই ভাল বলতে পারেবে। কাজের ভিত্তিতে অনেকের ই অনেক ফাস্ট SSD ব্যবহারের দরকার পরে যেমন 4K ভিডিও এডিটিং, অ্যানিমেশন, রেন্ডারিং ইত্যাদি, এর সকল কাজের জন্য দরকার হয় NVMe SSD র যা সাধারণ SATA SSD র চেয়ে অনেক ফাস্ট কাজ করে থাকে। আকারে ছোট ও M.2 slot এ লাগাতে হয় বলে Data Transfer হয় PCIe interface এ । বর্তমানে NVMe SSD দাম অনেক কমাতে এবং অনেক ব্যান্ড বাজারে আসাতে এখন অনেকেই NVMe SSD কিনতে পারছে, তাই আজ এমন ই একটি NVMe SSD – CORSAIR Force MP510 240GB নিয়ে কথা বলা হবে। কি ধরনের এসএসডি বাংলাদেশে পাওয়া যায় এবং এগুলোর দাম জানতে পরে আসুন আমাদের SSD Price in BD লেখাটি।

- Advertisement -

শুরতেই কোম্পানি স্পেসিফিকেশন্স

Form Factor M.2 2280 Single-sided
Dimension 80mm x 22mm x 3mm
Weight 0.055kg
Controller Phison E12
Nand Flash Toshiba 64L TLC
Capacity (User/Raw) 240GB/256GB
DRAM DDR4
Interface/Protocol PCIe 3.0 x4/ NVMe 1.3
SSD Max Sequential Read CDM Up to 3,100MB/s
SSD Max Sequential Write CDM Up to 1,050MB/s
Max Random Write QD32 IOMeter Up to 240K IOPS
Max Random Read QD32 IOMeter Up to 180K IOPS
Voltage 3.3V, +/- 5%
Endurance 400 TBW
TBW 400
MTBF 1,800,000 Hours
DEVSLP L1.2 < 2mW
Encryption AES 256-bit Encryption
Storage Temperature -40°C to +85°C
SSD Operating Temperature 0°C to +70°C
Storage Humidity 93% RH (40° C)
Operating Humidity 90% RH (40° C)
Warranty 5 Years

 

এবার কিছু রিয়েল ইউজারদের বেঞ্চমার্ক

- Advertisement -

GB, Hardware, Firmware ver. ভেদে কিছুটা পার্থক্য হতে পারে।

- Advertisement -

Phison E12 controller, DDR4 DRAM ও Toshiba 64L TLC nand flash ব্যবহার হয়েছে এই SSD তে তাই গতি ও স্থায়িত্ব নিয়ে চিন্তার কিছুনেই।

 CORSAIR SSD TOOLBOX

SSD র Health, Lifetime, Optimization, Firmware Update করার জন্য রয়েছে Corsair SSD Toolbox. এই Toolbox টি দিয়ে খুব সহজেই এ কাজ গুলো করা যায়। কোন প্রকার BUG, Optimization জনিত সমস্যা সমাধানে Firmware রিলিজ হয়ে থাকে যা এই Toolbox দিয়ে কয় এক মিনিটেই Firmware Update করে ফেলা যায়। তাবে যে কোন Firmware Update করার সময় Power Backup রাখা প্রয়োজন।

বাংলাদেশে ‍SSD টি নিয়ে এসেছে Smart Technologies (BD), তা ছাড়া অনেক Brand Shop এ 5 Year warranty সহ ‍SSD টি পাওয়া যাচ্ছে।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here