29 C
Dhaka
Wednesday, April 24, 2024

329 ডলারে 12 GB RTX 3060: গুজব এবার সত্যি হলো

- Advertisement -

RTX 3060 নিয়ে গুঞ্জন অনেকদিন ধরেই। আমরাও আপনাদের সাথে পুর্বে শেয়ার করেছি বেশ কিছু Leak থেকে প্রাপ্ত স্পেসিফিকেশন। এর হায়ার ভ্যারিয়েন্টটিই 8GB হওয়ায় 12GB RTX 3060 এর rumor নিয়ে বিতর্ক ছিল বিস্তর। তবে গুজবকে সত্য প্রমাণিত করে গতকাল Nvidia CES এ অফিশিয়ালি Reveal করেছে RTX 3060 যেটির মেমোরি ক্যাপাসিটি ১২ জিবি। সাথে আরো announce করেছে RTX 30 সিরিজের ল্যাপটপ Graphics Card।

স্পেসিফিকেশনঃ

RTX 30 Series এর পঞ্চম কার্ড হতে যাচ্ছে RTX 3060।কার্ডটি GA106-300 GPU এর উপর বেজড। যার base clock 1.32 Ghz এবং boost clock 1.78Ghz । রয়েছে 3584টি CUDA Cores। এনভিডিয়ার মতে RTX 3060 60 লাইনআপ এর GTX 1060 থেকে ২ গুণ Raw Performance এবং Ray Tracing চালু রেখে 60 FPS ডেলিভার করতে সক্ষম।  12GB GDDR6 মেমোরির এই কার্ডটির বাকি স্পেসিফিকেশন হলোঃ

- Advertisement -
Shader-TFLOPS 13
RT-TFLOPS 25
Tensor-TFLOPS 101

 

কার্ডটির সাথে RTX 3060ti যেটি ৪০০ ডলারে বেশ কিছুদিন আগে লঞ্চ হয়েছে সেটির তুলনা দিলে দেখা যাচ্ছে যে RTX 3060 এর Base clock ,Boost Clock 100 Mhz মত কম। মেমোরি কনফিগারেশন এও রয়েছে পার্থক্য, গতকাল রিভিল হওয়ার কার্ডটির Interface Width 192-bit যার বিপরীতে Ti ভার্সনটির Interface width 256-bit। দুটি কার্ডই 2-slot কার্ড। তবে কার্ড দুটির TGP ভিন্ন, গতকাল রিভিল হওয়া RTX 3060 এর TGP 170W যা ti থেকে 30 ওয়াট কম।

- Advertisement -

Full Comparison:

specs RTX 3060 Ti RTX 3060
Architecture NVIDIA Ampere NVIDIA Ampere
GPU GA104-200 GA106-300
Base Clock 1.41 GHz 1.32 GHz
Boost Clock 1.67 GHz 1.78 GHz
CUDA Cores 4864 3584
RT Cores 38 28
Tensors/TMUs 152 112
Memory 8GB GDDR6 12GB GDDR6
Memory Clock 14 Gbps 16 Gbps
Memory Bus 256-bit 192-bit
TGP/TBP 200W 170W
MSRP 399 USD 329 USD
Release Date December 2nd, 2020 Late February 2021

দাম কত, কবে পাওয়া যাবেঃ

RTX 3060 এর দাম নির্ধারিত হয়েছে 329 ডলার এবং পাওয়া যাবে ফেব্রুয়ারির শেষের দিকে। এ সম্পর্কে NVIDIA কোনো নির্দিষ্ট তারিখ দেয়নি।

RTX 3000 ল্যাপটপ Graphics সিরিজঃ

গতকালকের  ভার্চুয়াল ইভেন্টে এনভিডিয়া আরো লঞ্চ করে RTX 3000 সিরিজের ল্যাপটপ বা Mobile লাইনআপ। প্রাথমিকভাবে ৩টি গ্রাফিক্সকার্ড লঞ্চ করা হয়েছে যা ২৬ জানুয়ারি থেকে এভেলেবল হবে। GPU গুলো হলো RTX 3080, RTX 3070 এবং RTX 3060। প্রথমে উল্লেখিত GPU টির ৮ এবং ১৬ জিবির দুটি ভ্যারিয়েন্ট পাওয়া যাবে এবং পরেরগুলোতে থাকবে যথাক্রমে 8 এবং 6  জিবি করে গ্রাফিক্স মেমোরি।

gallery(tap to expand)

- Advertisement -

স্পেকসঃ

More DLSS and RTX Games:

NVIDIA এর অত্যন্ত জনপ্রিয় এবং কার্যকরী টেকনোলজি DLSS, RTX 30 সিরিজের কার্ডগুলো DLSS2.0 সাপোর্ট করে। কালকে এনভিডিয়া announce করে যে আরো কয়েকটি গেমে এই প্রযুক্তি আসতে যাচ্ছে। উল্লেখিত 2টি গেম হলো Call of Duty Warzone এবং Outriders।

সাথে আরো কিছু গেমে RTX সাপোর্ট এর কথাও বলা হয়। গেমগুলো হলো Five Nights at Freddy’s: Security Breach, F.I.S.T এবং জনপ্রিয় অনলাইন FPS Rainbow Six Siege, Overwatch।

5টি G-Sync মনিটরঃ

একই ইভেন্টে এনভিডিয়া announce করে ৫টি নতুন G-Sync মনিটর। মনিটরগুলো ৩টি ব্রান্ড Acer,AOC,ASUS প্রস্তুতকৃত।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here